শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন
আব্দুল মান্নান, বিশেষ প্রতিনিধিঃ
আগামী ২৯শে ডিসেম্বর অনুষিতব্য বাঘা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিন পয়লা ডিসেম্বর বৃহস্পতিবারে মেয়র পদে ৮ জন সংরক্ষিত মহিলা ওয়ার্ড ওসাধারণ কাউন্সিলর পদে ৫৩ জন মোট ৬১ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। মেয়র পদে যিনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামী লীগের শাহিনুর রহমান পিন্টু।স্বতন্ত্র প্রার্থী হয়ে জারা নির্বাচন করবেন,আক্কাস আলী সাবেক মেয়র (আওয়ামী লীগ )আব্দুর রাজ্জাক বর্তমান মেয়র (বিএনপি )কামাল হোসেন, তোফিকুল ইসলাম (বিএনপি)সাইফুল ইসলাম, আব্দুল নূহ( জামাত )ও ইসরাফিল হোসেন।নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মুজিবুল আলম জানান আগামী ২৯ ডিসেম্বর সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলবে।