1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
ঢাকায় নিহত ভাঙ্গারী ব্যবসায়ী সোহাগের দাফন বরগুনায় সম্পন্ন  বরগুনায় ৩৩০০ কৃষকের মাঝে ভেজা ও নষ্ট সার-বীজ বিতরণ, উপজেলা কৃষি কর্মকর্তার গাফলিত” কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ বটিয়াঘাটার ৪ নম্বর সুরখালি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন ২০২৫ বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক। বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল

নাগরি অধিকার বাস্তবায়োন ও পূর্ণবাসন না করে উন্নয়ন প্রকল্পের কাজ চরম মানবাধিকার লংঘন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১২১ জন দেখেছেন

ওমর ফারুক চট্টগ্রাম প্রতিনিধি:- চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর ৩৯নং ওয়ার্ড ও পতেঙ্গার আংশিক এবং মধ্যম হালিশরের কিছু অংশের বেড়ীবাধঁ এলাকায় দীর্ঘ বছর পর্য,ন্ত বসবাসরত বাসিন্দাদের আয়োজনে সিডিএর উন্নয়নকাজে উচ্ছেদকৃত ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসন সহ জীবন-মান উন্নয়নের দাবিতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ  সোসাইটির কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠা –প্রধান নির্বাহী, ঢাকাস্থ সুপ্রীম কোর্টের আইনজীবি মোঃ সাইদুল হক সাইদ।

তিনি বলেন, দেশের বৈধ নাগরিকদের অধিকার বাস্তবায়ন ও পূর্ণবাসন না করে কোন প্রকার উন্নয়ন প্রকল্প কাজ করা চরম মানবাধিকার লঙ্ঘন । যা কোন মতেই মেনে নেওয়া যায় না, তিনি সরকারের দায়িত্বশীলদের কে এই বিষয়ে কার্যকরী সাংবিধানিক ভূমিকা পালন করতে বিশেষ অনুরোধ জানান।

 

বিষয়টি দ্রুত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’এর দপ্তরে লিখিত ভাবে অবগত করার ঘোষনা দেন। এছাড়া স্থানীয় ভূমিমন্ত্রী ও জেলা প্রশাসক কে অবগত করে সিডিএ কে তার ঘোষিত জাইকা কর্তৃক পূর্ণবাসন প্রকল্প বাস্তবায়ন করতে জোর দাবি জানান।এছাড়া দক্ষিণ হালিশহরে ফিডার রোড-১এর অধীনস্থ উক্ত এলাকার ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসন সহ ভূমি অধিগ্রহনের দাবি পূরণে সিডিএ কে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান করেন। এসময় ক্ষতিগ্রস্থদের পক্ষে হাছি মিয়া, জাহাঙ্গীর আলম, আব্দুল হাই, আব্দুল্লাহ, মোঃ বেলাল,আব্দুল গফুঁর অনুষ্ঠানের প্রধান অতিথিকে একটি স্মারক লিপি প্রদান করেন।

 

আয়োজিত মানিবাধিকার বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন-মোঃ ইকরাম শেখ,সভার সঞ্চালনা করেন মোঃ সালাউদ্দিন। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস রিভিউ  সোসাইটির যুগ্ন সম্পাদক মোঃ নুরুল আলম মোল্লা, জেলে সম্প্রদায়ের হরি জলদাশ, উজ্জ্বল দাশ,কৃষ্ঞ চন্দ্রদাশ,হিউম্যান রাইটসের উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর মাস্টার,এডভোকেট ক্লার্ক মোঃ আব্দুল মান্নান,শামসুল হক, মোঃ ফারুখ,মোঃ ইমরান, খোকন মোল্লা সহ ক্ষতিগ্রস্থ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

সভায় ক্ষতিগ্রস্থ স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী প্রায় সময় তার বক্তব্যে বলছেন, দেশে কোন মানুষ গৃহহীন থাকবে না, আর এখন এই এলাকায় বিগত ২০১৬ সাল থেকে বিভিন্ন ভাবে উচ্ছেদ হওয়া প্রায় সাড়ে ৪শত পরিবার আজো গৃহহারা হয়ে ঘোর অশ্নিয়তায় দিনযাপন করছে

 

জাইকা কর্তৃক পূর্ণবাসন প্রকল্প বাস্তবায়ন করার ঘোষনা থাকলেও তা দিনদিন কঠিন হয়ে রাঘবোয়ালদের গ্রাসে চলে যাচ্ছে বলেন। এদের প্রতিহত সহ সকল অনিয়ম ,অনৈতিক দাবি বয়কট করে দেশের জন্মগত বৈধ নাগরিকদের পূর্ণবাস সহ ক্ষতিপূরণ বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

আরো দেখুন......