1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
চারঘাট-বাঘার নৌকার মাঝি হিসাবে শাহরিয়ারকে বরণ করতে উচ্ছুক জনতার ঢল শেরপুর তিন আসনের টানা তিনবারের এমপি দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত। ১শ’ টাকার স্ট্যাম্প ২শ’ টাকা – যশোর অভয়নগরে স্ট্যাম্প ক্রয়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের এ সংকট দেড় মাস ধরে চলছে কলসী দিঘীর পাড় পকেট গেইট, হানিফ মিস্ত্রির বাড়ী, খাঁন সাহেবের গ্যারেজের সামনে রাস্তার উপর থেকে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ হাসান আটক।  বরগুনায় সাংবাদিকতার নীতিমালা বিষয়ক প্রশিক্ষন কমশালা উদ্বোধন কর্ণফুলী ডাঙ্গারচরে নৌ-তদন্ত কেন্দ্রের নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে সিএমপি কমিশনার শেরপুরে বিস্ফোরক মামলার আসামী এখন ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সম্পাদক তালতলীতে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার শম্ভু’র পক্ষে কাজ করবেন শিহাব হরতালের প্রতিবাদে উত্তর হালিশহর ২৬ ওয়ার্ডে আ.লীগের শান্তি সমাবেশ।

যশোরে আন্তঃজেলা গরু চোর সিন্ডিকেটের সদস্য গ্রেফতার-৬

  • আপডেট সময়ঃ রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৬৭ জন দেখেছেন

মোঃ মুরাদ হোসেন,যশোর জেলা প্রতিনিধি,দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকা।

ডিবি যশোরের টহল টিম কোতয়ালী মডেল থানা এলাকায় রাত্রীকালীন টহল ডিউটি করাকালে জনৈক আজিজুল ইসলাম ও মোছাঃ রেকছনা বেগম ডিবির টহল টিমের ইনচার্জ এসআই নিতাই চন্দ্র দাসের নিকট জানায় যে, গত ১৮/১১/২২ খ্রিঃ তারিখ রাত অনুমান ২২:০০ ঘটিকার সময় তার গরুগুলোকে রাতের খাবার দিয়ে পাঁকা গোয়াল ঘরের লোহার দরজায় তালা লাগিয়ে ঘুমিয়ে পরে। ইং-১৯/১১/২২ তারিখ ভোর অনুমান ০৩:৩০ ঘটিকার সময় প্রকৃতির ডাকে সাড়া দিলে ঘরের বাহির হয় এবং গোয়াল ঘরের দিকে তাকিয়ে দেখে গোয়াল ঘরের দরজা খোলা ও গোয়াল ঘরের ০৩টা গরু নাই। বাড়ী হতে রাস্তার দিকে লোকজন নিয়ে খুঁজতে থাকলে অজ্ঞাতনামা যশোর থেকে আসা একজন ইজিবাইক চালক জানায় একটি পিক-আপ ২/৩ টি গরু নিয়ে যশোর শহরের দিকে যেতে দেখেছে। যশোর শহরের দিকে আসার সময় ডিবি পুলিশের সাথে দেখা হয়। পরবর্তীতে বাদীকে নিয়ে ডিবির এসআই নিতাই চন্দ্র দাস, এসআই রইচ আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে চোরদের পিক-আপ গাড়ীর পিছনে অনুসরণ করে যশোর বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী আমড়াখালী সাকিনে রেলগেট সংলগ্ন হোসেন আলীর বাড়ীতে পিক-আপ খুলনা মেট্রো-ন-১১-০৮৩৯ থেকে চোরাই গরুগুলো আনলোড করে আসামী জালাল আলীর গরুর খামারে রাখার সময় অদ্য ইং-১৯/১১/২২ তারিখ ভোর ০৬:৩০ ঘটিকার সময় নিম্নে উল্লেখিত আন্তঃজেলা গরু চোর সিন্ডিকেটের সদস্যদের গ্রেফতার করেন।আসামীরা আন্তঃজেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্য, তারা যশোর জেলাসহ পার্শ্ববর্তী জেলাসমূহে দীর্ঘদিন যাবত গরু চুরি করে আসছে। ১নং আসামী সুমন মোল্লার বিরুদ্ধে ইতোপূর্বে দেশের বিভিন্ন থানায় ১৩টা গরু চুরি মামলা রয়েছে এবং একাধিক গ্রেফতারী পরোয়ানা মূলতবী রয়েছে। ৩নং আসামী ওবায়দুল শেখ এর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ০৯টা গরু চুরি মামলা রয়েছে এবং একাধিক গ্রেফতারী পরোয়ানা মূলতবী রয়েছে।  এ সংক্রান্ত কোতয়ালী মডেল থানার মামলা নং-৬৩, তা- ১৯/১১/২২ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড রুজু হয়েছে।

আসামীর নাম-ঠিকানাঃ

(১) সুমন মোল্লা @ মুকুল (@ জেমস্ (৩৫), পিতা- সৈয়দ মোল্লা, সাং- পাগলা শ্যামনগর, (২) রিপন শেখ (২৭), পিতা- গোলজার শেখ, সাং- লকপুর, উভয়থানা- ফকিরহাট, (৩) ওবায়দুল শেখ (২৭), পিতা- মারুফ শেখ, সাং- মূলঘর, (৪) রানা শেখ (৩৫), পিতা- সজিব শেখ, সাং- দশানী, উভয়থানা- বাগেরহাট সদর, সর্বজেলা- বাগেরহাট, (৫) জালাল (২৭), পিতা- হোসেন আলী, (৬) শিমুল হোসেন (২৭), পিতা- জয়নাল আবেদীন, উভয়সাং- আমড়াখালী, থানা- বেনাপোল পোর্ট,জেলা-যশোর।

শেয়ার করুন

আরো দেখুন......

বদলগাছী মডেল প্রেসক্লাব ও প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক তালবৃক্ষ রোপণ কর্মসুচি। এনামুল কবীর এনাম বদলগাছী প্রতিনিধি নওগাঁ। নওগাঁর বদলগাছী মডেল প্রেসক্লাব ও প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক তালবৃক্ষ রোপণ কর্মসূচী গত ৬ নভেম্বর বেলা ১১ টায় বদলগাছী মডেল প্রেসক্লাব ও প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বদল গাছী সদর ইউপির আকট্ট্টি রাস্তার দুই পার্শ্বে তালবৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন করেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন, ও থানা অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান। বেলা ১১ টায় বদলগাছী মডেল প্রেসক্লাবের কর্মসূচীর শুরুতে নির্বাহী অফিসার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বরণ করেন বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসে ও সাধারন সম্পাদক আবু রায়হান লিটন, সাংগঠনিক সম্পাদক এনামুল কবীর এনাম এবং প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থার সম্পাদক মোঃ খাইরুল ইসলাম (বাবু)। উক্ত কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন বদলগাছী মডেল প্রেসক্লাবের, সহঃ সভাপতি সাংবাদিক আবু সাঈদ মোঃ মোরছালিন (রোমেন), যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মুজাহিদ হোসেন, সহঃ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ ফজলে রাব্বি, দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু, প্রচার সম্পাদক সাংবাদিক আশিক হোসেন, অর্থ সম্পাদক সাংবাদিক মোঃ ফজলে রাব্বি, নির্বাহী সদস্য নুরুজ্জামান লিটন, সদস্য সাংবাদিক তুহিন হোসেন, সদস্য সাংবাদিক সাগর হোসাইন, প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম (বাবু), সেচ্ছাসেবী নজরুল ইসলাম, রহমত আলী প্রমুখ। এবিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আলপনা ইয়াসমিন বলেন,এই ধরনের ভালো কাজে সম্পৃক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি, মুহাঃ আতিয়ার রহমান বলেন,এই ধরনের সুন্দর একটি উদ্যোগ হাতে নেওয়ার জন্য বদল গাছী মডেল প্রেসক্লাবের সকল সদস্যদেরকে আমি সাধুবাদ জানায়। বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসেন বলেন,আমাদের এই কাজটি চলমান থাকবে।আজকে আমরা ৩হাজার বৃক্ষ রোপণ করেছি আস্তে আস্তে আরও অনেক বৃক্ষ রোপণ করার চেষ্টা অব্যাহত থাকবে। বদলগাছী মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এনামুল কবীর এনাম বলেন, তালবৃক্ষটি বাংলার ঐতিহ্য বাহী বৃক্ষ। এটি বজ্র নিরোধক হিসাবে সহযোগিতা করে, এবং আমাদের অনেক উপকার কারে আসে। আমরা বিনাস্বার্থে এটি রোপন করছি। উক্ত বিষয়ে প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম (বাবু) বলেন, তালগাছ খুব উপকারী গাছ বদলগাছী মডেল প্রেসক্লাবের সাথে যৌথ উদ্দোগ্যে এই কর্মসূচী পালন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এনামুল কবীর এনাম বদলগাছী নওগাঁ।