সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার, ফুলতলা, খুলনা:- গত সোমবার ১৪ই নভেম্বর গভীর রাতে ফুলতলা বাজারের প্রাণকেন্দ্র হাজী মার্কেটের দে জুয়েলার্সে দূর্ধর্ষ এক চুরি সংঘটিত হয়েছে।
রাতের কোনো এক সময়ে চোরেরা দে জুয়েলার্স এর পাশের দোকান আলিফ স্পোর্টস এন্ড স্টেশনারির সার্টারের তালা ভেঙে ভেতরে ঢুকে দেড় বর্গফুট এর মত দেওয়াল ভেঙে দে জুয়েলার্সের ভেতরে যায়।
এ সময় তারা কৌশলে লোহার সিন্ধুক খুলে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে গেছে বলে যানা যায়। খবর পেয়ে জুয়েলার্সের মালিক সমর দে ও তার পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙ্গে পড়েন।
চুরির রহস্য উদঘাটন করতে সি আই ডির একটি টিম কাজ করছে বলে যানা যাই।