বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৪৪ অপরাহ্ন
মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি! হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়াম প্রাঙ্গনে ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২’ অনুষ্ঠিত হয়েছে।
‘উদ্ভাবনী জয় উল্লাসে ডিজিটাল বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে কে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়!
বুধবার( ০৯ নভেম্বর২২) ইং সকাল ১০ ঘঠিকায় উপজেলার বিভিন্ন শ্রেণি পোশার মানুষ অংশ গ্রহন করেন।
মেলা পরিদর্শন করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর,
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক,!
, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আলী আশরাফ,!
সমাজসেবা অফিসার বারেন্দ্র চন্দ্র রায়,
মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুক হক, টিএইচও মোজাম্মেল হক,
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, পিআইও প্লাবন পাল, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল বাকের, নির্বাচন কর্মকর্তা দীপক কুমার রায়, কৃষি অফিসার মাহিদুল ইসলাম প্রমুখ!
ডিজিটাল কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে উক্ত মেলা অগ্রনী ভূমিকা পালন করেছে।
মেলা উপলক্ষে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল কাদির লস্কর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্ঠায় বর্তমানে এ দেশ ‘ডিজিটাল বাংলাদেশ’ হিসেবে গড়ে উঠেছে।
এখন বিদ্যুতের বিল ঘরে বসে দেয়া যায়।
সব সেক্টরে অনলাইন সেবা চালু করায় ঘরে বসে সংশ্লিষ্ট সব ধরণের কাজ করা যায়। ডিজিলাইজেশনের কারণে দৈনন্দিন ভোগান্তি কমেছে, বেড়েছে কাজের গতি।