1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
শরণখোলায় অজগর উদ্ধার বনে অবমুক্ত মোঃ কামরুল ইসলাম (টিটু) শেরপুরের ঝিনাইগাতীতে ১৫ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার-১ “কিন্ডারগার্টেন’কে স্বীকৃতি দিয়ে নীতিমালার আওতায় আনতে হবে”–ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর উচ্ছেদের ঘটনায় অস্ত্র উদ্ধারসহ আটক-০২ সিএমপি, ইপিজেড থানা পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে চোরাই মটর সাইকেল উদ্ধারসহ চোর চক্রের সদস্য গ্রেফতার-০৫ র‌্যাব ৭, চট্টগ্রাম’র অভিযানে হরিমোহন রায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নিপত কর্মকার ১৬ বছর পর আটক। বটিয়াঘাটা সদ্য বিদায়ী কৃষি অফিসার রবিউল ইসলাকে বিদায় সংবর্ধনা প্রদান শেরপুরে বাড়ীর সীমানা বিরোধের জেরে ভাংচুর লুটপাটসহ হামলা : আহত-৫ বেনাপোলে অজ্ঞাত ব্যাক্তির অর্ধ-গলিত লাশ উদ্ধার জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজে এর চট্টগ্রাম ব্যুরো অফিস উদ্বোধন।

শরীয়তপুর -জাজিরায় বিপুল পরিমান বিদেশি মদ ও স্পিরিট উদ্ধার, আটক ১জন।

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৭৯ জন দেখেছেন

রিপোর্টঃ মোঃ ওবায়েদুর রহমান সাইদ শরীয়তপুর প্রতিনিধি। শরীয়তপুর জাজিরা উপজেলা কাজিরহাটে অভিযান চালিয়ে বিপুল পরিমান মদ ও স্পিরিট উদ্ধার এবং মোঃ শাহিন মাদবর নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শরীয়তপুর। বৃহস্পতিবার ১০নভেম্বর ভোর সাড়ে ৪ টায় উপজেলার কাজিরহাট বাজারের দক্ষিণ পাশে জনৈক মোজাফফর হাওলাদারের মালিকানাধীন ভবনে,  আসামীর ভাড়াকৃত বসতঘর থেকে তাকে মদসহ আটক করা হয়।আটক মাদক ব্যবসায়ী মো: শাহিন মাদবর (২৮), সেনেরচর ইউনিয়নের চরকান্দী গ্রামের আবুল বাশার মাদবরের ছেলে।

এ সময় তার নিকট হতে  বিদেশী ৫ লিটার মদ, খোলা স্পিরিট (অ্যালকোহল)২০ লিটার ও স্পিরিট (অ্যালকোহল)১৯২ বোতল উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক অপূর্ব বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, জাজিরা থানাধীন ডুবিসায়বর কাজিরহাট বাজারের দক্ষিণ পাশে মোঃ শাহিন মাদবর নামক একজন ব্যক্তি তার ভাড়াকৃত বাড়ি ও বসতঘরে বিদেশী মদ ও স্পিরিট (অ্যালকোহল) সংরক্ষণপূর্বক বিক্রি করে। উক্ত সংবাদের সত্যতা যাচাই পূর্বক ১০ নভেম্বর ভোর রাত সাড়ে ৪টার সময়  বিভাগীয় এএসআই তোফায়েল আহাম্মদ, সিপাই প্রকাশ রায়, সিপাই মো: রাজন সরদার এবং ওয়্যারলেস অপারেটর সুমন মোল্যা সমন্বয়ে গঠিত রেইডিং পার্টি নিয়ে অভিযান চালিয়ে কাজিরহাট বাজারের দক্ষিণ পাশে জনৈক মোজাফ্ফর হাওলাদারের মালিকানাধীন ভবনে, আসামীর ভাড়াকৃত বসতঘর ঘেরাও করে আসামীকে আটক করি। এসময় আসামী মোঃ শাহিন মাদবরের কাছ থেকে বিদেশী ৫ লিটার মদ, খোলা স্পিরিট (অ্যালকোহল)২০ লিটার ও স্পিরিট (অ্যালকোহল)১৯২ বোতল উদ্ধার করা হয়। আসামীকে মাদক আইনে মামলা দিয়ে জাজিরা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

আরো দেখুন......