শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৮ পূর্বাহ্ন
হোসেন বাবলা: গ্রেটার চট্রগ্রাম এসোসিয়েশন ইউকের উদ্যোগে লন্ডন থেকে প্রকাশিত স্বর্ণজয়ন্তী বাংলাদেশ স্মরণিকা প্রকাশনা উৎসবে কয়েক জন স্বনামধন্য লেখক -লেখিকাদের স্মারক বই প্রদান করছেন ব্যারিষ্টার মনোয়ার হোসেন।
০৮নভেম্বর , মংলবার সন্ধ্যায় অনুষ্ঠান টি চট্রগ্রামস্থ প্যানিনসোলা হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ,বীর মুক্তিযোদ্ধা,ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি- সংসদের হুইপ ও পটিয়ার সাংসদ শামসুল হক চৌধুরী, সাবেক মহিলা সাংসদ মিসেস সাবিহা মুসা, জেলা পরিষদ চেয়ারম্যান পেয়ারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা শাহাজাদা মহিউদ্দিন, পৌরসভার চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাবেক ছাত্রলীগ সভাপতি এম,আর আজিম এবং বই প্রকাশনার সম্পাদক মোঃ ইসহাক । অনুষ্ঠানে দেশ বরেণ্য কবি সাংবাদিক, লেখক ও গবেষক, কলামিস্ট সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।