বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৫১ অপরাহ্ন
মোঃ ফরহাদ হোসেন, ফুলতলা উপজেলা প্রতিনিধি, খুলনাঃ ফুলতলায় খুলনা যশোর-মহাসড়কের পথের বাজার সংলগ্নে ট্রাক ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
আজ সোমবার আনুমানিক ১২.৩০ টায় ফুলতলা পথের বাজার ও দামোদর মুক্তময়ী মাধ্যমিক বিদ্যালয়ের মাঝামাঝি মোড়ে আকিজ গ্রুপের ইট বোঝাই ট্রাকের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
এতে ৪ জন মারাত্মকভাবে আহত হয়েছে। তবে কোন হতাহতের সংখ্যা নেই।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায় খুলনাগামী ট্রাকের সঙ্গে প্রাইভেটকারটির ধাক্কা লাগায় প্রাইভেটকার ও ট্রাকটি উভয় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে ধুমড়ে-মুচড়ে যায়। পরে লোকজন এসে উদ্ধার করে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠায়।
এখন স্থানীয় পুলিশ ও হাইওয়ে ট্রাফিক এসে যানজন নিরসনে সহায়তা করে এবং রিপোর্ট লেখাকালীন গাড়ী ২টি হেফাযতে নেওয়ার চেষ্টা চলছে।