বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৬:৫১ পূর্বাহ্ন
মান্নান: রাজশাহীর বাঘাই সকাল ১১ টায় বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে যেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বিকাল ৪ঃ০০ টায় বঙ্গবন্ধুর সৈনিক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার তিন নভেম্বর সকাল ১১ টায় আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে এবং বিকেলের বঙ্গবন্ধু সৈনিক লীগের আয়োজনে বক্তারা বলেন বঙ্গবন্ধুর আদর্শকে নিশ্চিহ্ন করে দিতে আজকের এই দিনে বঙ্গবন্ধুর অত্যন্ত কাছের বিশ্বস্ত চার নেতাকে নির্মম ভাবে হত্যা করে।কিন্তু এভাবে এই আদর্শকে নিশ্চিহ্ন করা যাবে না।আজও দেশের ষড়যন্ত্রকারীরা থেমে নেই আমাদেরকে ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।উক্ত মাহফিলে বক্তব্য রাখেন বাঘা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।বাংলাদেশ সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম খান পাপ্পু বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের বাংলাদেশ রাজশাহী জেলা শাখার সভাপতি রোকনুজ্জামান রিন্টু বাঘা পৌরসভার প্যানেল মেয়রশাহিনুর রহমান পিন্টু বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন কমিশনার আব্দুল কুদ্দুস সহ আরো অনেকে।পরিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।