1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
নোয়াখালী জেলার সুধারাম থানার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ রায়হান’কে চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ ও র‌্যাব-১১। সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ যানজট সৈনিক কল্যাণ সংস্থা Uno নিকট খেজুরের বীজ প্রদান বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি চট্টগ্রাম জেলা শাখা কমিটির অভিষেক অনুষ্ঠান ও মাস ব‍্যাপি সাংগঠনিক কর্মসূচি 2024 সম্পন্ন। বরগুনার তালতলীতে অবৈধ চোলাই মদসহ আটক ১ জন। “শিক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষকদের আন্তরিকতা প্রশংসনীয়”– “শিক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষকদের আন্তরিকতা প্রশংসনীয়” শেরপুরের ঝিনাইগাতী তিনজন হোটেল মালিককে ৬ হাজার টাকা জরিমানা ২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী বরগুনা ডিবি পুলিশের হাতে আটক।

দক্ষিণ হালিশহর চেস ক্লাবের প্রীতি দাবা টুর্নামেন্টে হাসান চ্যাম্পিয়ন, রানার্স আপ জাহাঙ্গীর

  • আপডেট সময়ঃ শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১১৫ জন দেখেছেন

ক্রীয়া প্রতিবেদক:

নগরীর ইপিজেড ৩৯ নং ওয়ার্ডস্থ দক্ষিণ হালিশহর চেস ক্লাবের

বার্ষিক সাধারণ সভা -প্রীতি ভোজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৪নভেম্বর ,শুক্রবার রাতে অস্থায়ী কার্যালয়ে সম্পন্ন হয়েছে।

ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ আলাউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রীতি দাবা টুর্ণামেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এর আগে বিকেলে ক্লাবের কায্য‌ র্নিবাহী সভাপতি এম,এল, কে

মুছার সভাপতিত্বে সাধারণ সভায় আগামী দিনের নতুন সদস্য নবায়ন, উপদেষ্টা পরিষদ গঠন, বাৎসরিক ক্যালেন্ডার প্রকাশ, স্কুল দাবা আয়োজন,দুটি টিম সিসিপিএর লিগে অংশ গ্রহণ সহ বার্ষিক ফি প্রদানের বিষয়ে আলোচনা হয়। সন্ধ্যায় ২০জনের অংশগ্রহণে ৮রাউন্ডের প্রীতি রেপিড দাবা টুর্নামেন্টে মোঃ হাসান ৭পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন, মোঃ জাহাঙ্গীর আলম ৬পয়েন্ট রানার্স আপ, মাহাবুব আলম সাড়ে ৫পয়েন্ট নিয়ে ৩য়, মোঃ শামীম ও আমান সাড়ে ৪পয়েন্ট পেয়ে যৌথভাবে ৪র্থ ,এম, হামিদ ৫ম, হোসেন বাবলা ৬স্থান লাভ করেন। এতে অরবিটার দায়িত্ব পালন করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রফিকুল হাসান।

রাতে ভোজ সভা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ আলাউদ্দিন।

বিশেষ অতিথি ক্লাবের উপদেষ্টা সদস্য , শিক্ষক মোঃ আজিজ উদ্দিন, চট্রগ্রাম দাবা খেলোয়াড় সমিতির সাংগঠনিক সম্পাদক ও ক্লাবের উপদেষ্টা ‌মো: জাহাঙ্গীর আলম (দাবা জাহাঙ্গীর), কবি নিজাম মোহাম্মদ,প্রবীণ দাবাড়ু নুরুল ইসলাম ঈশা , মোঃ সাদেকুল আলম।

ক্লাবের প্রচার-প্রকাশনা‌ সম্পাদক ও ক্রীড়া সংগঠক মু: বাবুল হোসেন বাবলা’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি এম, শামীম আহমেদ, সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ আব্দুল হামিদ, আরিফ আহমেদ মা্ষ্টার, ক্লাবের সদস্য মোঃ আমান উল্লাহ আমান, মোঃ শাহীন,মোঃ হাসান উদ্দিন, অর্জন দাশ,এবিএম মুক্তাদির ও মাহাবুবুর আলম (হুজুর) প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামীতে ক্লাবের উদ্যোগে বৃহত্ দাবা চ্যাম্পিয়নশিপের আয়োজন করা ‌হবে বলে জানিয়েছেন আগত অতিথিরা।

শেয়ার করুন

আরো দেখুন......