বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৪ অপরাহ্ন
ওমর ফারুক, চট্রগ্রাম প্রতিনিধি:
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে ফাইতং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রাইম্য খোলা এলাকায় এই ঘটনাটি হয়।
আহতরা হলেন, জিয়াবুল করিম (৪০), স্ত্রী হাফছা বেগম(৩৫), ছেলে মিজান (১৮) ও মেয়ে ইয়াসমিন আক্তার (১৫)।
স্থানীয় সুত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ ভোগদখলীয় জমিতে সেগুন গাছের চারা লাগায় জিয়াবুল করিম (৪০)।সকালে সেগুন গাছ চারা ভাঙ্গা নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে ফাইতং রাইম্যাখোলা এলাকায় আব্দুর শুক্কুর (২২), সোনামিয়া (১৯), রিমন (১৬), মাহবুব আলম (৫৫), হাসিনা বেগম (৩৮), হামিদা বেগম (৪৫), রেকা মনি (১৪), নুর নবী (৪৫) জনো (প্রকাশ জনো মেম্বার) রড দা হাতুড়ি নিয়ে হামলা করে। পরে তাদের চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজন এসে গুরুতর আহত মুমূর্ষ জিয়াবুল করিম স্ত্রী ও ছেলে মেয়েকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে যায়।