শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৩ পূর্বাহ্ন
কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ“উন্নয়ন পল্লী, উন্নত দেশ, শেখ হাসিনার সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে যশোরের বেনাপোল কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এসময় অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের সচেতনতায় বাল্যবিবাহ, ইভটিজিংসহ শারীরিক ও মানসিক বিকাশে বেড়ে উঠার বিষয়ে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন অতিথিরা।
মঙ্গলবার (২ নভেম্বর)সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কতৃক বাস্তবায়নাধীন (ইরেসপো) ২য় পর্যায় প্রকল্পের আওতায় শার্শা উপজেলা শাখার আয়োজনে বারপোতা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় পল্লী কিশোরী সংঘের ১শ জন সদস্যকে জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি)’র কর্মকর্তা আবু বিল্লাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফফার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান,সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নাসিম উদ্দিন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শতাধিক
প্রশিক্ষনার্থী শিক্ষার্থীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন, খাতা, কলম, পেনসিল বক্স সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।