শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:১১ অপরাহ্ন
মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা,সরকারি চাল বিক্রির উদ্দেশ্যে নিজেদের বস্তায় ভরার সময় ০২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
০১/১১/২০২২ রোজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় নগরীর বড় বাজারের বার্মাশীল রোডের একটি গোডাউনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে প্রায় ১৪ হাজার কেজি চাল উদ্ধার করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন, সোনাডাঙ্গা থানা এলাকার হাশেম শেখের ছেলে নাদিম আহমেদ ও পশ্চিম বানিয়াখামার এলাকার আবুল খালেকের ছেলে রবিউল ইসলাম। এদের মধ্যে নাদিম আহমেদ উদ্ধার হওয়া চালের গোডাউন মালিক।
চালের বাজার নিয়ন্ত্রণের জন্য সরকার গরীব ও দুস্থ মানুষের জন্য ওএমএসের মাধ্যমে স্বল্পমূল্যে চাল বিক্রির ব্যবস্থা করে। সেই চাল বিক্রি না করে অসাধু ব্যবসায়ীরা কালোবাজারে চাল বিক্রি করে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব-০৬ নগরীর বার্মাশীল রোডে কয়েকটি গোডাউন গোয়েন্দা নজরদারিতে রাখে।
তারই ধারাবাহিকতায় র্যাব-০৬ সেখানে অভিযান চালিয়ে প্রায় ১৪ হাজার কেজি চাল উদ্ধার ও ০২ জনকে আটক করে।
র্যাব-৬ খুলনার সিনিয়র এএসপি পহন চাকমা বলেন, গরীব মানুষের চাল তারা কম দামে কিনে বেশী দামে বিক্রির জন্য সরকারি বস্তা থেকে নিজেদের বস্তায় ভরছিল।
এসময় র্যাব-০৬ সেখানে অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের ১শ’ বস্তা ও ২৫ কেজি ওজনের ৩৯০ বস্তা চাল উদ্ধার করা হয়। এ সময় গোডাউন মালিক নাদিম আহমেদ ও সহযোগী রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, তারা দীর্ঘদিন ধরে মানুষের অজান্তে এ কাজ করে আসছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। তাদের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এ কাজের সাথে করা জড়িত আছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।