বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৭:৩১ পূর্বাহ্ন
মোঃ মুরাদ হোসেন, যশোর জেলা প্রতিনিধি,দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকা। (৩০ অক্টোবর ২০২২খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/মোঃ সোলায়মান আক্কাস, সংগীয় এসআই(নিঃ)/শেখ আবু হাসান, এএসআই(নিঃ)/মোঃ শফিউর রহমান, এএসআই(নিঃ)/৩৭২ মোঃ নাজমুল ইসলাম, ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ২০.৪৫ ঘটিকায় যশোর কোতয়ালী মডেল থানাধীন হুশতলা কপতাক্ষ আবাসিক সিটি জনৈক নান্না সিকদার এর বসতবাড়ীর সামনে রাস্তার উপর হতে আসামী ১। শুভ আহম্মেদ সফু মিয়া(৪৮), পিতা-মৃত আব্দুস সামাদ মিয়া, সাং-রেলগেট পশ্চিমপাড়া, বর্তমানঃ সাং-হুশতলা কপতাক্ষ আবাসিক সিটি, ডাঃ জামান সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর, ২। মোসাঃ মুক্তি বেগম(৪০), স্বামী-রফিক, পিতা-হাবিব, সাং-বিরামপুর ফকিরের মোড় হাফিজ পাড়ার ভিতরে জাহাঙ্গীর মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর দ্বয়কে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৬০,০০০/- টাকা।
এ সংক্রান্তে এসআই(নিঃ)/ মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।