1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
বগুড়ার মোকামতলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝড়লো কাভার্ডভ্যান চালকের চট্টগ্রাম- ১১ আসন”তৃণমূল আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিয়াউল হক সুমনের মনোনয়ন পত্র দাখিল গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করলেন কাবির মিয়া হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু’র নেতৃত্বে হরতাল কর্মসূচীতে বিক্ষোভ মিছিল। ময়মনসিংহ ১৪৭,ফুলপুর ২ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মনোনয়ন জমা দিলেন শরীফ আহমেদ। রাজশাহীর বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এর মনোনয়নপত্র জমা। শেরপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম চট্টগ্রামে তৃণমূল বিএনপি জোটের পক্ষে ৫ ও ১০ আসন থেকে মনোনয়ন পত্র দাখিল মনোনয়ন জমা দিলেন ঠাকুরগাঁও – ২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নুরুন্নাহার বেগম বান্দরবানের লামায় দুই সাংবাদিক এর উপরে হামলা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় এক রাতে সাত বাড়িতে সিঁধ কেটে মোবাইল ফোন, নগদ টাকা ও অলংকার চুরির অভিযোগ উঠেছে।

  • আপডেট সময়ঃ সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৮৫ জন দেখেছেন

শরীয়তপুর প্রতিনিধি: শনিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের মাঝিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।সরেজমিন ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে একই গ্রামের সাতটি বাড়িতে সিঁধ কেটে মোবাইল, নগদ টাকা ও অলংকার চুরি হয়। ভুক্তভোগীরা হলেন, হযরত আলী ব্যাপারী, মো. আলী ব্যাপারী, হারুন ছৈয়াল, আবুল ব্যাপারী, কালিমুদ্দিন দেওয়ান, আহসানউল্লাহ মাতবর ও নাজমা বেগম।

ভুক্তভোগী কালিমুদ্দিন দেওয়ান বলেন, গত রাত সাড়ে ১২টায় ঘুমাতে যাই। সকালে ভাবির ডাকে ঘুম ভাঙে। বের হয়ে দেখি ঘরে সিঁধ কাটা। পরে ঘরে গিয়ে মোবাইল ফোন আর অটো কেনার জন্য রাখা ২০ হাজার টাকা খুঁজে পাইনি। সকালে অটো কিনতে যাওয়ার কথা ছিল। তা আর হলো না। মোবাইলের বিষয়ে থানায় অভিযোগ করেছি।

এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার বলেন, আমাকে কেউ জানায়নি, তবে আমি খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।

শেয়ার করুন

আরো দেখুন......