সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন
রিপোর্টঃ মোঃ ওবায়েদুর রহমান সাইদ শরীয়তপুর :- শরীয়তপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারীসহ চার নেতাকে আটক করেছে পালং মডেল থানার পুলিশ।২৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে শরীয়তপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনের সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী মকবুল হোসেন (৫৫), জামায়াত নেতা হাবিবুর রহমান (৩৭), নুরে আলম (৩১) এবং আবু সিদ্দিক (১৭)।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আক্তার হোসেন ব্যাপারটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের বেশকিছু নেতা শরীয়তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনের সড়কে বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ এ বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ভাবে চার নেতাকে আটক করেছে। আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।