1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
শরণখোলায় অজগর উদ্ধার বনে অবমুক্ত মোঃ কামরুল ইসলাম (টিটু) শেরপুরের ঝিনাইগাতীতে ১৫ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার-১ “কিন্ডারগার্টেন’কে স্বীকৃতি দিয়ে নীতিমালার আওতায় আনতে হবে”–ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর উচ্ছেদের ঘটনায় অস্ত্র উদ্ধারসহ আটক-০২ সিএমপি, ইপিজেড থানা পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে চোরাই মটর সাইকেল উদ্ধারসহ চোর চক্রের সদস্য গ্রেফতার-০৫ র‌্যাব ৭, চট্টগ্রাম’র অভিযানে হরিমোহন রায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নিপত কর্মকার ১৬ বছর পর আটক। বটিয়াঘাটা সদ্য বিদায়ী কৃষি অফিসার রবিউল ইসলাকে বিদায় সংবর্ধনা প্রদান শেরপুরে বাড়ীর সীমানা বিরোধের জেরে ভাংচুর লুটপাটসহ হামলা : আহত-৫ বেনাপোলে অজ্ঞাত ব্যাক্তির অর্ধ-গলিত লাশ উদ্ধার জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজে এর চট্টগ্রাম ব্যুরো অফিস উদ্বোধন।

শরীয়তপুরে পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য।

  • আপডেট সময়ঃ রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৯০ জন দেখেছেন

রিপোর্টঃ মোঃ ওবায়েদুর রহমান সাইদ শরীয়তপুর প্রতিনিধি। শরীয়তপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রতিনিয়ত হয়রানীর শিকার হচ্ছে সেবাপ্রার্থীরা। তাদের অভিযোগ পাসপোর্ট অফিস ঘিরে দালালদের দৌরাত্ম্য চরমে পৌঁছেছে। সেইসাথে রাজনৈতিক প্রভাবের কারণে সাধারণ সেবাপ্রার্থীরা নিয়মিত হয়রানির শিকার হয়।

দেখে অস্বাভাবিক কিছু মনে না হলেও, পাসপোর্টের আবেদন ফরমে বিশেষ এই চিহ্নের আলাদা গুরুত্ব রয়েছে। এই চিহ্ন দেখেই পাসপোর্ট অফিসের কর্মীরা বুঝবেন কোন আবেদন ফর্মটি দালালদের মাধ্যমে এসেছে। সেই আবেদনটি তখন বিশেষ সুবিধা পায়। কারো কাছে যাতে ধরা না পড়ে, সেজন্য ব্যবহার করা হয় আলাদা আলাদা চিহ্ন। অভিনব এই উপায়ে দালালরা কার্যক্রম চালাচ্ছে শরীয়তপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে।

অভিযোগ রয়েছে, বিশেষ চিহ্ন না থাকলে সেই আবেদন ফর্ম নানা অজুহাতে গ্রহণ করা হয়না। পরে আবার দালালদের মাধ্যমে আসলে ঠিকই গ্রহণ করে পাসপোর্ট অফিস।

ভুক্তভোগীদের অভিযোগ, লাইনে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষাসহ পাসপোর্টের জন্য আবেদনের প্রতিটি ধাপেই ভোগান্তি পোহাতে হয়। শরীয়তপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রতিদিন গড়ে শতাধিক ফাইল জমা হয়। প্রতিটি ফাইলে দালালকে দিতে হয় ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত।প্রতিদিনকয়েক লাখ টাকার ঘুষ বাণিজ্য হয় এই আঞ্চলিক পাসপোর্ট অফিস ঘিরে।

এমন হয়রানির ঘটনা চলছে জেনেও কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উল্টো দায়সারা জবাব দিলেন আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক সাদ্দাম হোসেন।

শরীয়তপুর জেলার অনেকেই প্রবাসে থাকেন, পাসপোর্ট নবায়নে ভোগান্তিতে পড়তে হয় তাদেরও। তাই নবায়ন ও নতুন পাসপোর্ট প্রদানে সবধরনের হয়রানি বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের।

শেয়ার করুন

আরো দেখুন......