বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৭ অপরাহ্ন
মোঃ মুরাদ হোসেন,যশোর জেলা প্রতিনিধি,দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকা। (৩০ অক্টোবর ২০২২খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/মোঃ সাদ্দাম হোসেন, এএসআই(নিঃ)/রনজন কুমার বসু, এএসআই(নিঃ)/ মোঃ শফিউল ইসলাম সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী ১) মোঃ সোবহান(৩৪), পিতা-মোঃ মনু মিয়া, মাতা-মোছাঃ চায়না খাতুন, ২। মোঃ সলেমান(৪০), পিতা-মৃত সিরাজ খাঁ, মাতা-রহিমা খাতুন, উভয় সাং-শাখারিপোতা বাগান পাড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর দ্বয়কে তাহাদের নিজ নিজ বসতবাড়ী হতে গ্রেফতার করিয়া উক্ত তারিখ রাত্র ০৪.১৫ ঘটিকায় যশোর বেনাপোল পোর্ট থানাধীন ধৃত আসামী মোঃ সলেমান(৪০) এর বসতঘরের শয়ন কক্ষের পূর্ব কোনে খাটের নিচে হইতে ০৮ (আট) কেজি গাঁজা উদ্ধার করেন। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক ২,৪০,০০০ টাকা।এ সংক্রান্তে এসআই(নিঃ)/ মোঃ সাদ্দাম হোসেন বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।