শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৩ পূর্বাহ্ন
মোঃ মুরাদ হোসেন,যশোর জেলা প্রতিনিধি,দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকা। জনৈক শাহিনুর রহমান (৭৩), ২৭/১০/২২ খ্রিঃ তারিখ জেলা গোয়েন্দা শাখা যশোর অফিসে এসে মৌখিকভাবে জানান যে, গত ইং-০৮/০৮/২২ তারিখ তার ছেলে ইমামুল ইসলাম তার ইঞ্জিন চালিত ভ্যান গাড়ী নিয়ে বের হয়। একই তারিখ ১২:৩০ ঘটিকার সময় যশোর মনিহার থেকে মালামাল পরিবহনের জন্য ৫০০/= টাকা ভাড়া চুক্তিতে নিয়ে মনিহার ফলপট্টি নামক স্থানে নিয়া অনুমান ১৩:১৫ ঘটিকার সময় তাদের গাড়ীতে একজন অবস্থান করে তার ছেলেকে নিয়ে মালামাল নিয়ে আসার জন্য একটি গলিপথে নিয়ে যায়।পরে আবার গাড়ীর কাছে ছেলেকে পাঠায়, তার ছেলে গাড়ীর কাছে গিয়ে দেখে গাড়ী নাই। পরবর্তীতে ২৭/১০/২২ খ্রিঃ তারিখ বাদী পুলেরহাট এলাকায় দুজন লোককে চোরাই ভ্যানসহ দেখতে পেয়ে সন্দেহ হলে জেলা গোয়েন্দা শাখায় উপস্থিত হয়ে অবগত করেন। জেলা গোয়েন্দা শাখার এসআই আব্দুল্লাহ আল মামুন এর সমন্বয়ে একটা চৌকস টিম অভিযান পরিচালনা করিয়া কোতয়ালী হতে ২৭/১০/২২ খ্রিঃ তারিখ রাতে (১) গোলাম রসুল, (২) আল-আমিন মোল্লা দের গ্রেফতার করেন এবং তাদের তথ্য মতে মনিরামপুর হতে আরো দুটো ইঞ্জিন চালিত ভ্যান গাড়ীসহ (৩) হারুন অর রশিদকে গ্রেফতার করেন। আসামীরা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত ইঞ্জিন চালিত ভ্যান গাড়ীসহ ইজিবাইক, সাইকেল চুরি করিয়া আসছিল।
এ সংক্রান্ত কোতয়ালী মডেল থানার মামলা নং-১১৫, তা- ২৮/১০/২২ খ্রিঃ, ধারা-৪২০/৩৭৯/৪১১/৩৪ পেনাল কোড রুজু হয়।