1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
ময়মনসিংহের ফুলপুরে ৫ রোহিঙ্গাকে আটক করেছে ফুলপুর থানা পুলিশ নারীদের ভূমিকা শীর্ষক সচেতনতামূলক বিট পুলিশিং সভা আপনাদের হক পাই পাই করে মিটিয়ে যেতে চাই : মতিয়া চৌধুরী। সাজেক ভুয়া মেজর পরিচয় দানকারী সেনাবাহিনীর আইডি কার্ডসহ আটক ১ কর্ণফুলী ইপিজেডে চাকরির উদ্দেশ্যে বের হয়ে এক গৃহবধূ নিখোঁজ । শরণখোলায় বিশ্ব পর্যটন দিবস পালিত গোদাগাড়ীতে নেসকো প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ বানিজ্য,টাকা ছাড়া কাজ হয় না, সময়মতো অফিসে না আসার অভিযোগ। ১০শে রবিউল আউয়াল জশ্ নে ঈদে মিলাদুন্নবী (সঃ) আমির ভান্ডারী সেম ও জিকির মাহফিল অনুষ্ঠিত  আমতলীতে জনসংযোগ করেন বরগুনা ১ আসনের মনোনয়ন প্রত্যাশী  গোলাম সরোয়ার টুকু।  আলীকদমে থেমে নেই, লম্পট সাহাব উদ্দিন’র অপকর্ম, প্রতারণা, বহু বিবাহ,নারী ধর্ষন,  প্রশাসন নিরব। 

খুলনায় হত্যার দায়ে ০১ যুবকের মৃত্যুদন্ড

  • আপডেট সময়ঃ রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৭৭ জন দেখেছেন

মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা,খুলনায় ভাড়াটিয়ার হাতে বাড়িওয়ালা হত্যা মামলায় আসামি জসিমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত জসিম পলাতক ছিলেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন।

ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সাব্বির আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারের বরাত দিয়ে তিনি বলেন, নিহত জাহাঙ্গীর হোসেন নগরীর হাজী ইসমাঈল লিংক রোডের ইসলাম কমিশনার মোড়ের একটি বাড়ির মালিক ছিলেন। তার বাড়ির নিচতলায় রবিউল ও দণ্ডপ্রাপ্ত জসিম ভাড়া থাকতেন। ভাড়া ঘরের সঙ্গেই একটি মুদি দোকান চালাতেন রবিউল। আর আসামি জসিম পেশায় রিকশাচালক ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, হত্যাকাণ্ডের ছয়দিন আগে রবিউলের দোকান থেকে একটি মোবাইলফোন চুরি হয়। জসিম মোবাইল ফোন উদ্ধার করা বাবদ রবিউলের কাছ থেকে ৮০০ টাকা নেয়। কিন্তু মোবাইল উদ্ধার করে না দিয়ে জসিম টালবাহানা শুরু করেন। এ নিয়ে ওই এলাকায় একটি সালিশের আয়োজন করেন রবিউল।

তিনি বলেন, ২০১৫ সালের ১৯ মে সালিশের পর জাহাঙ্গীর হোসেন জসিমকে মোবাইল ফোন চুরির জন্য সন্দেহ করে তাকে ঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য বলেন।

এ ঘটনায় জসিম জাহাঙ্গীরের ওপর ক্ষিপ্ত হন। ওইদিন বিকেল ৫ টার দিকে জাহাঙ্গীর মুদি দোকানের বেঞ্চে বসে বাড়ির কাজ দেখাশোনা করছিলেন। এসময় আসামি জসিম পেছন থেকে জাহাঙ্গীরের গলায় ও ঘাড়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

আইনজীবী সাব্বির আরও বলেন, পরে জাহাঙ্গীরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই রাতেই জাহাঙ্গীরের বড় ভাই বাদী হয়ে সোনাডাঙ্গা থানা হত্যা মামলা করেন। পরে একই বছরের ৩০ ডিসেম্বর সোনাডাঙ্গা থানার এসআই জি এম নজরুল ইসলাম জসিমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলা চলাকালে ১৮ জন আদালতে সাক্ষ্য দেন। অবশেষে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত বৃহস্পতিবার ২০/১০/২০২৩ এ রায় ঘোষণা করেন।

 

শেয়ার করুন

আরো দেখুন......