বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৫:৫৩ অপরাহ্ন
আব্দুল্লাহ আল লোমান, জামালপুর প্রতিনিধি :জামালপুরের ইসলামপুরে এক হাতুড়ে ডাক্তারের দেওয়া ব্যাথানাশক ইনজেকশনে দুই সন্তানের জনকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত পরিবারের লোকজন জানায়,মঙ্গলবার বিকালে ইসলামপুর সদর ইউনিয়নের পচাবহলা ভোলা মন্ডল বাজারের মা মেডিকেল হলের মালিক ঔষধ বিক্রেতা হাতুড়ে ডাক্তার আলেক মন্ডল পচাবহলা ঘোণাপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে দুই সন্তানের জনক আমিনুল (৩০)এর পেটের ব্যাথা হলে বাড়িতে গিয়ে ব্যাথা নাশক ইনজেকশন দেয়। এর কিছুক্ষণ পড়েই সে মৃত্যুর কুলে ঢলে পড়ে। অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
রোগী মৃত্যুর খবর পেয়েই দোকান রেখে পালানোর সময় নিহত পরিবারের লোকজন ও এলাকাবাসী দোকান অবরোধ করে।
এঘটনায় স্হানীয় মাতাব্বররা সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত স্হানীয় ইউপি সদস্য আঃরহিমের নেতৃত্বে বাজারের ডাক্তার সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দেন-দরবার করে ঘটনাটি ধামাচাপা দেয়।