বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৬ অপরাহ্ন
মোঃরজিবুল ইসলাম,ব্যুরো প্রধান (খুলনা বিভাগ):- খুলনা বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আয়োজনে বেলুন ও ফেস্টুন উড্ডয়নের মধ্য দিয়ে শেখ রাসেল দিবস-২০২২ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল দিবস-২০২২ উপলক্ষে “শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা সার্কিট হাউজ ময়দানে অবস্থিত শহীদ শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন খুলনা ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার)বাংলাদেশ পুলিশ মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ ইকবাল,(প্রশাসন ও অর্থ),অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ নিজামুল হক মোল্যা,(ক্রাইম ম্যানেজমেন্ট), অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ আতিকুর রহমান পিপিএম, (অপারেশনস্) খুলনা রেঞ্জ, খুলনাসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।