সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন
মোঃ ফরহাদ হোসেন, ফুলতলা উপজেলা প্রতিনিধি, খুলনাঃ ফুলতলায় ১ সপ্তাহের ব্যবধানে আবারো ৫ লক্ষধিক টাকার চায়না দোয়াড়ি ও কারেন্ট জাল জব্দ।
রোববার দুপুরে ফুলতলা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড কর্মকর্তা জনাব দীপা রানী সরকার ও মৎস্য অফিস এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
গোপন তথ্যের ভিত্তিতে ফুলতলা বাজারের রমজান হোসেন ও মোশারেফ হোসেন মোল্যার জাল ব্যবসায়ীর দোকানে অভিযান পরিচালনা করে ৫ লক্ষাধিক টাকার অবৈধ চায়না জাল ও দোয়াড়ী জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। প্রত্যেকে ৫০০০ টাকা জরিমানা করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন বাজার বনিক সমিতির সভাপতি এস রবিন বসু, প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, মৎস্য ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ আরও অনেকে।
গত সপ্তাহের বুধবার একই অভিযান চালিয়ে প্রায় ৮ লক্ষাধিকসহ এনিয়ে আনুমানিক মোট ১৩ লক্ষ টাকার অবৈধ চায়না জাল ও দোয়াড়ি জব্দ করা হয়।
মৎস্য অফিস জানায় দেশীয় মাছ রক্ষাত্রে এ অভিযান নিয়মিত পরিচালিত হবে।