টি আই, মাহামুদ,বান্দরবান জেলা প্রতিনিধি।
শিক্ষা, শান্তি, প্রগতির পতাকাবাহী এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান জেলা শাখার সম্মেলন সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে বান্দরবান শহরের রাজার মাঠে সম্মেলন অনুষ্ঠানের মধ্যদিয়ে বান্দরবান জেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি পুলু মার্মা ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক নির্বাচিত হয়েছেন।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর বাহাদুর (উশৈ শিং) এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি কৈশহ্লা মার্মা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী সহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।
প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় ছাত্র লীগের সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত ছিলেন। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি নাহিয়ান খান জয় সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র লীগের সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য।
সম্মেলন উপলক্ষে বান্দরবান জেলার সাতটি উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা কর্মী সম্মেলনে অংশগ্রহন করে।