শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:১৫ অপরাহ্ন
মোঃরজিবুল ইসলাম,ব্যুরো প্রধান(খুলনা বিভাগ):- বাগেরহাট পুলিশের মাসিক কল্যান সভায় ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটনে সকল সিনিয়র কর্মকর্তার উপস্থিতিতে সম্মাননা স্মারকে ভূষিত হলেন মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ।
দীর্ঘ দুই বছর পূর্বে ২৮/৯/২২ ইং তারিখ পুত্রকে খুঁজে না পেয়ে পিতা এসে মোল্লাহাট থানায় হারানো সংক্রান্তে জিডি করেন।এরপর ছেলেকে ফিরে পেতে পিতামাতার করুন আর্তনাদ।
অবশেষে ২২/০৯/২২ ইং তারিখ উৎমোচিত হল নির্মম ও ক্লুলেস হত্যাকান্ডের রহস্য।মোল্লাহাট থানা পুলিশ উদ্ধার করল দুইবছর পূর্বে মাটীর নীচে পুঁতে রাখা পুত্রের লাশ।
আর এই অসামান্য অবদানের জন্য জেলা পুলিশ বাগেরহাটের মাসিক কল্যান সভায় সকল সিনিয়র কর্মকর্তার উপস্থিতিতে করতালির মাধ্যমে সম্মাননা স্মারকে ভূষিত হলেন মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ।