শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:০৫ অপরাহ্ন
মোঃ ফরহাদ হোসেন, ফুলতলা উপজেলা প্রতিনিধি, খুলনা: ফুলতলা উপজেলায় জামিরা ইউনিয়নের ৩নং ওয়ার্ড-এর ডাউকোনা গ্রামের জবেদা বেগম নামের এক অসহায় নারীর সর্বস্ব আত্মসাৎ করলো একই গ্রামের রায়হান আকুঞ্জী (৫২) নামের এক ভূমি দস্যু।
ডাউকোন গ্রামের ঐ অসহায় নারীর সরলতা ও নিরক্ষরতার সুযোগ নিয়ে একই গ্রামের ভূমি দস্যু রায়হান আকুঞ্জী (৫২) তার মামা ওমেদ আলীর সহযোগিতায় ৪ শতক জমি নেওয়ার কথা বলে বিক্রেতা জবেদা বেগম-এর সমস্ত সম্পত্তি লিখে নেয়।
উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক নাজমুলের মাধ্যমে দলিলটি এ সপ্তাহে রেজিষ্ট্রি করে নেয়।
ঘটনার দিন বিক্রেতার সাথে অন্য কোন মানুষ নেওয়া যাবে না বলে বাড়ি থেকে নিয়ে যায় ভূমিদস্যু রায়হান আকুঞ্জী।
সেখানে নিয়ে যেয়ে তার টিপসহি দিয়ে জমিটি লিখে নেয়। দাতা বয়স্ক হওয়ায় সাথে ভাইজিকে নিয়ে যায়, এমন আচরনে সন্দেহ হলে সে দলিল দেখতে চাইলে তাকে অকথ্য ভাষায় গালাগাল করে দলিল কেড়ে নেয় ও জোগসাজশে দলিল করে নেয় ।
অসহায় পরিবারের ৫ সদস্যেই বোবা এবং কালা।বিষয়টি তদন্ত করতে দৈনিক অপরাধ অনুসন্ধ্যান পত্রিকার প্রতিনিধিগণ ভূমিদস্যুর বাড়ীতে গেলে টের পেয়ে দখলবাজ রায়হান ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়।