শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৯ পূর্বাহ্ন
অজিত কুমার রায় বটিয়াঘাটা (খুলনা):-
খুলনা বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট ইউনিয়নের চান্দামারী মাঠে মঙ্গলবার দুপুর ২ টার দিকে ধান ক্ষেতে আগাছা পরিক্ষার করতে যান ঠাকুর দাস রায়ের স্ত্রী খুকুমণি (৪৫)। এসময় মাঠে বর্শি দিয়ে মাছ ধরতে আসছিলো শিয়ালীডাংগা গ্রামের জব্বার শেখের ছেলে মোরশেদ শেখ( ৪৬) তখন ঐ গৃহবধূকে মাঠে পেয়ে লম্পট খোরশেদ তাকে কাদার মধ্যে জাপটে ধরে ধর্ষনের চেষ্টা করে । তার ডাক চিৎকারে দুরে মাঠে কাজে থাকা চন্দন মহলদার, পীযুষ রায় ও প্রমিলা রায় দৌড়ে আসলে ধর্ষক মোরশেদ দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাকে ধরে ফেলে। এ সময় তাকে আটক করে বাড়িতে এনে বেধে রেখে পুলিশকে সংবাদ দিলে অফিসার ইনচার্জ বটিয়াঘাটা থানার নির্দেশনায় ভান্ডারকোর্ট ক্যাম্পের চৌকস পুলিশ অফিসার এএসআই গোলাম রসুল সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে যেয়ে ধর্ষককে পুলিশ হেফাজতে নিয়ে ঘটনার বিষয়ে সত্যতা যাচাইয়ে জিজ্ঞাসাবাদে সে বলে “আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন জীবনে একাজ করিনি আমাকে শয়তানে ধরছিলো”। এ ব্যাপারে বটিয়াঘাটা থানায় ধর্ষনচেষ্টা ও শ্লীলতাহানির মামলার প্রস্তুতি চলছে।