রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন
তহিদুল ইসলাম রকি,অভয়নগর (উপজেলা) প্রতিনিধি,দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকা।
যশোরের অভয়নগরে দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় সন্যাসি মণ্ডল ওরফে ভগা মণ্ডল (৫৬) নামে এক শাপলা বিক্রেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকালে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ গ্রামে নিটল টাটা অফিসের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভগা মণ্ডল উপজেলার সুন্দলী ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত নলীল মণ্ডলের ছেলে। তিনি ইজিভ্যানে ফেরি করে শাপলা বিক্রি করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ৪ টার সময় নিটল টাটা অফিসের সামনে যশোরগামী প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ- ১৪-৩৫৪৬) সঙ্গে শাপলাবাহী একটি ইজিভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ভ্যান চালককে পিষ্ট করে প্রাইভেট কার সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত ভ্যানচালককে উদ্ধার করে নিয়ে যায়।
যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক ঘটনার সত্যতা স্বীকার করে মুঠোফোনে বলেন, ‘আহত ভ্যান চালককে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।