বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৬:২২ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসের কলাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ও ৯টি ওয়ার্ডের সদস্যদের সাথে কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ২ নং (তিতাস)ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী সাজ্জাদ হোসেন সিকদারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার দিকে কলাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো.ইব্রাহিম সরকারের সভাপতিত্বে হাতি মার্কা প্রতিকে জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী সাজ্জাদ হোসেন সিকদারের নির্বাচনী এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ২ নং (তিতাস) ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী মো.সাজ্জাদ হোসেন সিকদারের হাতি মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুন্সি মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো.নাছির উদ্দিন,
সদস্য ইঞ্জিনিয়ার মো.সালাহউদ্দিন চেয়ারম্যান,গাজী মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বলরামপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.আবুল হোসেন, উপজেলা যুবলীগ নেতা মো.কাউছার আহমেদ ভূঁইয়া,উপজেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ এম আল আমিন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য মো.জাকির হোসেন মোল্লা,উপজেলা ছাত্র লীগের সভাপতি একে এম কামরুল হাসান তুষার,সাধারণ সম্পাদক খাইরুল খন্দকার রুবেল,যুগ্ম সাধারণ সম্পাদক মো.জাহিদ হাসান ও সাংগঠনিক সম্পাদক মো.সাজ্জাদ সরকারসহ কলাকান্দি ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের পুরুষ ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দরা।