1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
শরণখোলায় অজগর উদ্ধার বনে অবমুক্ত মোঃ কামরুল ইসলাম (টিটু) শেরপুরের ঝিনাইগাতীতে ১৫ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার-১ “কিন্ডারগার্টেন’কে স্বীকৃতি দিয়ে নীতিমালার আওতায় আনতে হবে”–ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর উচ্ছেদের ঘটনায় অস্ত্র উদ্ধারসহ আটক-০২ সিএমপি, ইপিজেড থানা পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে চোরাই মটর সাইকেল উদ্ধারসহ চোর চক্রের সদস্য গ্রেফতার-০৫ র‌্যাব ৭, চট্টগ্রাম’র অভিযানে হরিমোহন রায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নিপত কর্মকার ১৬ বছর পর আটক। বটিয়াঘাটা সদ্য বিদায়ী কৃষি অফিসার রবিউল ইসলাকে বিদায় সংবর্ধনা প্রদান শেরপুরে বাড়ীর সীমানা বিরোধের জেরে ভাংচুর লুটপাটসহ হামলা : আহত-৫ বেনাপোলে অজ্ঞাত ব্যাক্তির অর্ধ-গলিত লাশ উদ্ধার জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজে এর চট্টগ্রাম ব্যুরো অফিস উদ্বোধন।

সাংবাদিক ওমর ফারুক এর ইপিজেড থানার সাধারণ ডায়েরী খানা সরাসরী প্রকাশ করা হল।

  • আপডেট সময়ঃ সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১৮৯ জন দেখেছেন

ক্রাইম রিপোর্টার (চট্রগ্রাম বিভাগ):

 

বরাবর,

অফিসার ইনচার্জ ইপিজেড থানা

সিএমপি, চট্টগ্রাম।

বিষয়ঃ সাধারণ ডায়েরী প্রসংগে।

জনাব,

যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী মোঃ ওমর ফারুক, পিতা- আমানত সরদার, মাতা-

মোসাঃ সুকুরুন নেছা, স্থায়ী ঠিকানাঃ গ্রামঃ নিশানপাড়া, ডাকঘরঃ আজিজ নগর, থানাঃ

লামা, জেলাঃ বান্দরবান, বর্তমান ঠিকানাঃ আব্দুল মান্নান চৌধুরী ম্যানসন, আকমল আলী রোড, নব্বই কলোনী, ৩৯নং

ওয়ার্ড, ইপিজেড, চট্টগ্রাম।

আপনার থানায় হাজির হইয়া এই মর্মে পাশের্ববর্ণিত ব্যক্তিগণের বিরুদ্ধে ডায়েরী করিতেছি যে, পাশের্ববর্ণিত ব্যক্তিগণ গত

০৫/১০/২০২২ইং রাত ১০:৩০

ঘটিকার সময় ডাঃ বাহারের ঔষধের

দোকান থেকে মোঃ রুহুল নামে

এক ব্যাক্তি আমাকে ডেকে নিয়ে মুদি দোকানি মোঃ আমিনুলের দোকানের সামনে নিয়ে যায় এবং আমাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ ও সরাসরি হত্যার হুমকি দেয় এবং বলে তোকে গায়েব করে ফেলব। আরো বলে তোকে বস্তায় ভরে সাগরে ফেলে দিবো তোর লাশও খুঁঁজে পাবে না, তোর

পুলিশ বাপ ক্যামনে বাঁচাবে সেটাও দেখবো। পরের দিন একই এলাকার নাছিরের দোকানে রাত ৯:০০ ঘটিকায় নাস্তা আনতে গেলে রুহুলের সহকর্মী আলী হোসেন সহ আরো কয়েকজন লোক আমাকে দেখে সাংবাদিক কথা উচ্চারণ করে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে। তখন আমি তাদের সাথে কোন কথা না বলে ওখান থেকে চলে আসি। বর্তমানে আমি আমার জীবন নিরাপত্তাহীনতায় ভুগতিছি যে কোন সময়

দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছি।

অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন আমার উপরোক্ত বিষয়াদি

সদয় বিবেচনা সাপেক্ষে উক্ত বিষয়টি উল্লেখ করে আপনার থানায় ডায়েরীভুক্ত করার আপনার একান্ত মর্জি হয়।

তারিখঃ ০৯/১০/২০২২ খ্রি:

নিবেদক

মোঃ ওমর ফারুক

মোবাইলঃ ০১৮২৫-২৮০৭৫৮

 

 

অভিযুক্ত ব্যক্তিগণের নাম ও ঠিকানা

১। মোঃ রুহুল আমীন ওরফে রুহুল

পিতা- অজ্ঞাত

ঠিকানাঃ হেমায়েত ভবন (৫ম তলা),

সাগর বিল্ডিং এর পাশের্ব, নব্বই

কলোনী রোড, ইপিজেড, চট্টগ্রাম।

২। আলী হোসেন, পিতা- অজ্ঞাত

ঠিকানাঃ মোস্তফা ইনচার্জ বিল্ডিং,

নব্বই কলোনী রোড, ইপিজেড,

চট্টগ্রাম।

৩। মোঃ জসীম, পিতা- অজ্ঞাত

ঠিকানাঃ চৌধুরী বিল্ডিং, নব্বই

কলোনী রোড, ইপিজেড, চট্টগ্রাম।

৪। মোঃ সোহাগ, পিতা- মোঃ শাহ

আলম,

ঠিকানাঃ রশিদ ম্যানসন, নব্বই

কলোনী  রোড ইপিজেড চট্টগ্রাম ।

শেয়ার করুন

আরো দেখুন......