বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৫:১৫ অপরাহ্ন
মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি!
হবিগঞ্জের মাধবপুরের অসহায় পরিবারের নারী গৃহকর্মীকে সৌদিতে পাচারে শারীরিক
নির্যাতনের শিকার তরুণী কে দেশে আনার পর মাধবপুর থানায় মানবপাচার আইনে মামলা দায় করা হয়!
রবিবার (০৯অক্টোবর ২২)ইং মাধবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মানব পাচারের দায়ে এক দালাল কে গ্রেফতার করেছে পুলিশ!
সৌদি আরব থেকে ফিরে এসে অসুস্থ হয়ে যায় তরুনী- নির্যাতিতার বাবা শনিবার রাতে বাদী হয়ে ছয়জন কে আসামী করে মামলা করেন।
রোববার সকালে চুনারুঘাট থানা পুলিশের সহায়তায় প্রধান আসামী আবুল কাশেম কে গ্রেফতার করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ জানান এঘটনায় মামলা হওয়ার পর এসআই মানিক সাহা চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় রোববার সকালে নরপতি গ্রামে অভিযান চালিয়ে প্রধান আসামী আবুল কাশেম কে গ্রেফতার করেন!
বাদী অভিযোগে বলেন গত (২৭সেপ্টেম্বর) আবুল কাশেম অন্য আসামীরা মিলে ভাল কাজের প্রলোভন দিয়ে সৌদিতে পাঠায়।
সেখানে তাকে গৃহকর্মীর কাজ দেয়।এরপর নানা ভাবে অত্যচার নির্যাতন চলতে থাকে।
তার বাবা কে সুযোগ বুঝে ফোনে নির্যাতনের বর্ননা দিয়ে দেশে ফিরে আনার আকুতি জানান।
প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্রনালয়ে মেয়ে দেশে আনার আবেদন করেন।
সিনিয়র সহকারী সচিব মোঃসারওয়ার আলম ওই তরুণী কে উদ্ধার করে দেশে প্রেরত পাঠাতে রিয়াদ দুতাবাস কাউন্সিলে(শ্রম) অনুরোধ করেন।
শনিবার সকালে দূতাবাস ওসংশ্লিষ্ট রিক্রুটিংএজেন্টের সহযোগিতায় তরুণী কে দেশে পাঠানো হয়।
ওই তরুণী মাধবপুর হাসপাতালে চিকিৎসাধীন।মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন আবুল কাশেম কে আদালতে পাঠানো হয়েছে।
অন্য অভিযুক্তদের গ্রেফতার করতে চেষ্টা অব্যহত রয়েছে!