শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৫ পূর্বাহ্ন
এম কে রহমান
১ :ডিউটির শুরু আছে কিন্তু শেষ নেই।
২ :বেতন আছে কিন্তু ভোগ করার সময় নেই।
৩ :পরিবার আছে কিন্তু সংসার নেই।
৪ : সন্তান আছে কিন্তু যত্ন নাই।
৫ : আত্নীয় আছে কিন্তু যোগাযোগ নাই।
৬ : ইচ্ছা আছে কিন্তু উপায় নাই।
৭ : ঈদ আছে কিন্তু ছুটি নাই।
৮ : কষ্ট আছে কিন্তু শেয়ার করার মতো মানুষ নাই।
৯ : ব্যাথা আছে কিন্তু চিৎকার করার অধিকার নাই।
১০ : জীবনের চেয়েও সময়ের মুল্য বেশি দিতে হয়।
১১ : ভালো না থেকেও ভালো থাকার অভিনয় করতে হয়।
১২ : জীবনের ঝুঁকি নিয়ে নিঃস্বার্থ ভাবে দেশের জন্য কাজ করা।
জাতির বিবেক হচ্ছে এই “সাংবাদিক”