শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:১৮ অপরাহ্ন
মোঃ রজিবুল ইসলাম,ব্যুরো প্রধান(খুলনা বিভাগ):- সাতক্ষীরা জেলায় তালা উপজেলার ১০ নং খেশরা ইউনিয়নের শালিখা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয়রা জানায়,বেলা ০২:০০ঘটিকার দিকে শালিখা নদীতে স্থানীয়রা লাশটি ভাসতে দেখলে পুলিশ জানায়।
ঘটনাস্থলের অদূরের চায়ের দোকানদার ইব্রাহিমের সাথে কথা বলে জানা যায়, গতকাল মেয়েটি তার দোকানে এসে খাবার চাইছিল। তাকে দারুন অপ্রকৃতিস্থ দেখাচ্ছিল এবং তাকে তারা পাগলি ভেবেছিল।
গতকাল তাকে স্থানীয়রা পাশের একটি মৎস ঘেরে দুই থেকে তিন ঘণ্টা গোসল করতে দেখে এবং তার কাপড় চোপড় সেখানে শুকাতে দেওয়া দেখা গেছে। পাইকগাছা পুলিশ প্রশাসন এসে লাশটি নিয়ে যায়।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে সেখানে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। তবে লাশ ময়নাতদন্তের পরে সঠিক তথ্য জানা যাবে বলে জানান।