সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন
টি আই, মাহামুদ,আলীকদম (বান্দরবান) প্রতিনিধি। বান্দরবানের আলীকদম ও লামা উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, ধর্মীয় উপাসনালয় এবং ব্যক্তিগত আবেদনের প্রেক্ষিতে ২,৪১,০১২ (দুই লক্ষ একচল্লিশ হাজার বার টাকা অনুদান দিয়েছে আলীকদম সেনা জোন।
আজ ০৬ই অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১:৩০ মিনিটের সময় আলীকদম সেনা জোনের আওতাধীন ক্যান্টিন সংলগ্ন অপস রুমে লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান পিএসসি অধিনায়ক কর্তৃক আলীকদম ও লামা উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, ধর্মীয় উপাসনালয় এবং ব্যক্তিগত আবেদনের প্রেক্ষিতে এই অনুদান প্রদান করেন।
এসময় জোন কমান্ডার সাব্বির হাসান পিএসসি উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশ রক্ষার পাশাপাশি দেশের মানুষের কল্যানে সর্বদাই সচেষ্ট, তাই আপনাদের যেকোনো সমস্যা সমাধানের জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অতীতেও বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি, পরিবার ও সামাজিকভাবে অনুদান সহ সহযোগিতা করে আসছে।
তিনি বলেন, আপনারা যারা আজ এখানে উপস্থিত আছেন আপনাদের যার যার অবস্থান থেকে রাষ্ট্র এবং সমাজ বিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিষয়ে আমাদের সহযোগিতা করবেন। বাংলাদেশ সেনাবাহিনী সব সময় আপনাদের পাশে আছে।