শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৯ পূর্বাহ্ন
আব্দুল মান্নান বিশেষ প্রতিনিধি (বাংলাদেশ):- রাজশাহীর বাঘা উপজেলার ইউনিয়ন পরিষদে সামাজিক সম্প্রীতি কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত, উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার,
সভায় সভাপতিত্ব করেন, 2 নং গড়গড়ী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান রবিউল ইসলাম রবি।
সভায় আলোচক হিসেবে উপস্হিত ছিলেন, আব্দুল গনি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আনিসুর রহমান বলেন,বাঘার মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আমরা সকলে একসাথে মিলে মিশে চলি এবং সকল অনুষ্ঠানাদি আমরা একসাথেই উদযাপন করে থাকি এবং ভবিষ্যতেও আমরা একসাথে থাকবো একসাথে চলবো এই আশাবাদ ব্যক্ত করেই বক্তব্য সমাপ্ত করেন । পরিশেষে বক্তব্যে মোঃ রবিউল ইসলাম চেয়ারম্যান সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সকলে এক সাথে চলার দৃড় প্রত্যয় ব্যাক্ত করে সভার সমাপ্তি করেন।
শেষে শিশু কিশোর নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে।