1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
খুলনা পাইকগাছা বিএনপি নেতা মোস্তফাকে দল থেকে বহিষ্কার খুলনা শিপইয়ার্ডে পলিথিনে মোড়ানো হাত-পা বাঁধা ব্যক্তির লাশ উদ্ধার র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১০, যাত্রাবাড়ী, ঢাকা এর যৌথ আভিযানে যাবজ্জীবন সাজা ও এক লক্ষ টাকা অর্থদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত  আসামী মোঃ দুলাল গ্রেফতার।  ভূমি মেলা -২০২৫ উপলক্ষে গোপালগঞ্জে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত “বরগুনায়” পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১২ জন প্রাথমিকভাবে মনোনীত – “ইব্রাহিম খলিল”। নামেই প্রথম শ্রেণির পৌরসভা, নাগরিক সুবিধা একেবারে অপ্রতুল চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গাঁজা উদ্ধার, স্ত্রী আটক স্বামী পলাতক বরগুনায় জলবায়ু সুশাসন বিষয়ক কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনার সদর থানার মামলায় সম্ভুর জামিন নামঞ্জুর কারাগারে প্রেরণ র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে হত্যা মামলার পলাতক আসামী জুলহাস মিয়া গ্রেফতার। 

গোসাইরহাটে তরুনীকি অপহরণ ও ধর্ষ‌ণের অভিযোগে মামলায় আটক ২জন।

  • আপডেট সময়ঃ রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৩৪ জন দেখেছেন

রিপোর্টঃ মোঃ ওবায়েদুর রহমান সাইদ শরীয়তপুর প্রতিনিধি:- শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউ‌নিয়‌নের আবু তা‌হের বা‌সি (২৫) নামের এক যুবক অন্যজনের নামে ভূয়া কাবিন নামা তৈরী করে এক যুবতী নারী‌কে বিয়ের নাটক করে। পরে বিষয়টি মেয়েটি জানতে পেরে সঠিক নামে কাবিন করার জন্য চাপ দেয়। কিন্তু পরে আবু তা‌হের বা‌সি সঠিকভাবে কাবিন না করায়  অপহরন ও ধর্ষ‌ণের মামলা দায়ের করে মেয়েটির বাবা।

যুবতীকে অপহরন ও ধর্ষ‌নের মামলায় আবু তা‌হের বা‌সি (২৫) ও শামীম বা‌সি (৩৫) না‌মের ২ যুবক‌কে গ্রেফতার করে‌ছে গোসাইরহাট থানা পু‌লিশ। গ্রেফতারকৃত‌ের আসামীদয়কে আজ দুপু‌রে কো‌র্টের মাধ্য‌মে জেল হাজ‌তে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতাকৃত আবু তা‌হের বা‌সি ও শামীম বা‌সি উপ‌জেলার কোদালপুর ইউ‌নিয়‌নের মি‌ছির আলী মোল্লাপাড়া এলাকার রুহুল আমীন বা‌সির ছে‌লে। অপর আসামী রু‌বেল বেপারী গোসাইরহা‌টের দাতরা এলাকার মৃত গ‌নি বেপারীর ছে‌লে।জানা যায়, মে‌য়ে‌টি‌কে ফুস‌লি‌য়ে ঢাকা নি‌য়ে যায় আসামী আবু তাহের। প‌রে সেখা‌নে ভূয়া কা‌বিননামা তৈরীর মাধ্য‌মে মে‌য়ে‌টি‌কে প্রায় দেড় বছর পর্যন্ত আট‌কে রে‌খে শারীরিক সম্পর্ক স্থাপন ক‌রে তারা। ক‌থিত স্বামী আবু তা‌হের মে‌য়ে‌টি‌র গর্ভপা‌ত ঘ‌টি‌য়ে বাচ্চা ফে‌লে দেয়। মে‌য়ে‌টি ভূয়া কা‌বিন নামার কথা জান‌তে পে‌রে আবু তা‌হের‌কে নাম স‌ঠিক ক‌রে কা‌বিন নামা তৈরী করার কথা জানায়। অন্য‌দি‌কে মে‌য়ে‌টির সা‌থে অন্য ছে‌লের সা‌থে পরকীয়া প্রে‌মের কথা জান‌তে পারে। আবু তাহের কৌশ‌লে তার স্ত্রী‌কে নতুন ক‌রে কা‌বিন কর‌তে হ‌লে স্ত্রী‌কে তালা‌ক দি‌তে হ‌বে ব‌লে জানায় এবং মে‌য়ে‌টি‌কে দি‌য়ে তালাক দেওয়ায়। কিন্তু প‌রে সে আর বি‌য়ে না কর‌লে তা নি‌য়ে দুই প‌রিবা‌রের ম‌ধ্যে বি‌রোধ সৃষ্টি হয়। স্থানীয়ভা‌বে মিমাংসার চেষ্টা করা হ‌লেও মি‌মাংসা হয়‌নি। প‌রে মে‌য়ে‌টির বাবা বাদী হ‌য়ে নারী ও শিশু নির্যাতন দমন আই‌নে তিনজ‌নের বিরুদ্ধে ‌গোসাইরহাট থানায় মামলা ক‌রেন।গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম শিকদার ব‌লেন, ঐ মামলায় আবু তা‌হের বা‌সি, শামীম বা‌সি ও রু‌বেল বেপারীকে আসামী করা হয়েছে। দুজন‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছ। দুপু‌রে শরীয়তপুর ‌কো‌র্টের মাধ্য‌মে জেলহাজ‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

শেয়ার করুন

আরো দেখুন......