1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
বরগুনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন নবাগত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল। আন্তরিক অভিনন্দন জানিয়েছেন- প্রধান শিক্ষক মো: আনোয়ারুল কবির। খুলনায় মানবিক কর্মকাণ্ডের জন্য সর্ব মহলে প্রশংসিত রুপসার ইউএনও কোহিনূর জাহান  শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) বদলিজনিত বিদায় সংবর্ধনা বটিয়াঘাটায় এক’শ কোটি টাকার অফসিজন তরমুজ বিক্রির সম্ভাবনা গোপালগঞ্জের কোটালীপাড়ার সাবেক চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস পশ্চিমবঙ্গে গ্রেফতার বিএনপির সুদিনের সুযোগের সন্ধানে চৌধুরী কামরুল জয়পুরহাট পাঁচবিবির মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহের ফুলপুরে জুয়ার আসর পুড়িয়ে দিলো নব যোগদানকৃতওসি রাশেদুজ্জামান: শেরপুরের নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের যোগদান ও দায়িত্বভার গ্রহণ

গোসাইরহাটে তরুনীকি অপহরণ ও ধর্ষ‌ণের অভিযোগে মামলায় আটক ২জন।

  • আপডেট সময়ঃ রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১১২ জন দেখেছেন

রিপোর্টঃ মোঃ ওবায়েদুর রহমান সাইদ শরীয়তপুর প্রতিনিধি:- শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউ‌নিয়‌নের আবু তা‌হের বা‌সি (২৫) নামের এক যুবক অন্যজনের নামে ভূয়া কাবিন নামা তৈরী করে এক যুবতী নারী‌কে বিয়ের নাটক করে। পরে বিষয়টি মেয়েটি জানতে পেরে সঠিক নামে কাবিন করার জন্য চাপ দেয়। কিন্তু পরে আবু তা‌হের বা‌সি সঠিকভাবে কাবিন না করায়  অপহরন ও ধর্ষ‌ণের মামলা দায়ের করে মেয়েটির বাবা।

যুবতীকে অপহরন ও ধর্ষ‌নের মামলায় আবু তা‌হের বা‌সি (২৫) ও শামীম বা‌সি (৩৫) না‌মের ২ যুবক‌কে গ্রেফতার করে‌ছে গোসাইরহাট থানা পু‌লিশ। গ্রেফতারকৃত‌ের আসামীদয়কে আজ দুপু‌রে কো‌র্টের মাধ্য‌মে জেল হাজ‌তে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতাকৃত আবু তা‌হের বা‌সি ও শামীম বা‌সি উপ‌জেলার কোদালপুর ইউ‌নিয়‌নের মি‌ছির আলী মোল্লাপাড়া এলাকার রুহুল আমীন বা‌সির ছে‌লে। অপর আসামী রু‌বেল বেপারী গোসাইরহা‌টের দাতরা এলাকার মৃত গ‌নি বেপারীর ছে‌লে।জানা যায়, মে‌য়ে‌টি‌কে ফুস‌লি‌য়ে ঢাকা নি‌য়ে যায় আসামী আবু তাহের। প‌রে সেখা‌নে ভূয়া কা‌বিননামা তৈরীর মাধ্য‌মে মে‌য়ে‌টি‌কে প্রায় দেড় বছর পর্যন্ত আট‌কে রে‌খে শারীরিক সম্পর্ক স্থাপন ক‌রে তারা। ক‌থিত স্বামী আবু তা‌হের মে‌য়ে‌টি‌র গর্ভপা‌ত ঘ‌টি‌য়ে বাচ্চা ফে‌লে দেয়। মে‌য়ে‌টি ভূয়া কা‌বিন নামার কথা জান‌তে পে‌রে আবু তা‌হের‌কে নাম স‌ঠিক ক‌রে কা‌বিন নামা তৈরী করার কথা জানায়। অন্য‌দি‌কে মে‌য়ে‌টির সা‌থে অন্য ছে‌লের সা‌থে পরকীয়া প্রে‌মের কথা জান‌তে পারে। আবু তাহের কৌশ‌লে তার স্ত্রী‌কে নতুন ক‌রে কা‌বিন কর‌তে হ‌লে স্ত্রী‌কে তালা‌ক দি‌তে হ‌বে ব‌লে জানায় এবং মে‌য়ে‌টি‌কে দি‌য়ে তালাক দেওয়ায়। কিন্তু প‌রে সে আর বি‌য়ে না কর‌লে তা নি‌য়ে দুই প‌রিবা‌রের ম‌ধ্যে বি‌রোধ সৃষ্টি হয়। স্থানীয়ভা‌বে মিমাংসার চেষ্টা করা হ‌লেও মি‌মাংসা হয়‌নি। প‌রে মে‌য়ে‌টির বাবা বাদী হ‌য়ে নারী ও শিশু নির্যাতন দমন আই‌নে তিনজ‌নের বিরুদ্ধে ‌গোসাইরহাট থানায় মামলা ক‌রেন।গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম শিকদার ব‌লেন, ঐ মামলায় আবু তা‌হের বা‌সি, শামীম বা‌সি ও রু‌বেল বেপারীকে আসামী করা হয়েছে। দুজন‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছ। দুপু‌রে শরীয়তপুর ‌কো‌র্টের মাধ্য‌মে জেলহাজ‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

শেয়ার করুন

আরো দেখুন......