বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৩ অপরাহ্ন
মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা,
খুলনায় বেপরোয়া ইটবোঝাই ট্রলির ধাক্কায় মো. রফিকুল ইসলাম (৪৫) নামের চাঁদপুর কলেজের অধ্যক্ষ হয়েছে নিহত।
রোববার (২ অক্টোবর) দুপুর ১২টায় রূপসা উপজেলার আলাইপুর সেতুর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম মোটরসাইকেলে করে রূপসা উপজেলার দিকে যাচ্ছিলেন। আলাইপুর সেতুর বাইপাস সড়কে ইটবোঝাই ট্রলি মোটরসাইকেলকে ধাক্কা দিলে অধ্যক্ষ নিহত হন।
তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে জন্য পাঠানো হয়েছে।