1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
বগুড়ার মোকামতলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝড়লো কাভার্ডভ্যান চালকের চট্টগ্রাম- ১১ আসন”তৃণমূল আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিয়াউল হক সুমনের মনোনয়ন পত্র দাখিল গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করলেন কাবির মিয়া হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু’র নেতৃত্বে হরতাল কর্মসূচীতে বিক্ষোভ মিছিল। ময়মনসিংহ ১৪৭,ফুলপুর ২ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মনোনয়ন জমা দিলেন শরীফ আহমেদ। রাজশাহীর বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এর মনোনয়নপত্র জমা। শেরপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম চট্টগ্রামে তৃণমূল বিএনপি জোটের পক্ষে ৫ ও ১০ আসন থেকে মনোনয়ন পত্র দাখিল মনোনয়ন জমা দিলেন ঠাকুরগাঁও – ২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নুরুন্নাহার বেগম বান্দরবানের লামায় দুই সাংবাদিক এর উপরে হামলা

শরীয়তপুরে প্রাকৃতিক গ্যাসের সন্ধান, চলছে উত্তোলনের প্রস্তুতি।

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৩ জন দেখেছেন

রিপোর্টঃ মোঃ ওবায়েদুর রহমান সাইদ শরীয়তপুর প্রতিনিধি। শরীয়তপুরে নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের দিনারা গ্রামে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া পর মওজুদ সমীক্ষার কাজ শুরু করেছে বাপেক্স। খুব শীঘ্রই প্রাকৃতিক গ্যাসের কুপ খননের কাজ শুরু করবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, দেড় বছর মেয়াদে শরীয়তপুরে গ্যাস অনুসন্ধান কুপ খনন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯৫ কোটি টাকা। যদি কোন সমস্যা ছাড়াই গ্যাস উত্তোলন সম্ভব হয়, তাহলে পাল্টে যাবে এ অঞ্চলের অর্থনৈতিক দৃশ্যপট।

জানা যায়, দ্বি-মাত্রিক ভূ-কম্পোন জরিপে এ অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলে। সেই গ্যাস উত্তোলনের জন্য প্রকল্পের ভূমি উন্নয়ন ও অবকাঠামোর কাজ শেষ হয়েছে।এখন গ্যাস মজুদের পরিমাণ জানতে কিছুদিনের মধ্যেই ভূ-গর্ভস্থ সাড়ে তিন কিলোমিটার এলাকা জুড়ে চলবে খনন কাজ। উত্তোলন যোগ্য গ্যাসের সন্ধানের জন্য এ পর্যন্ত ৯৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।১০ ড্রিলিংরিগ প্যাডে মাটির তলদেশে অনুসন্ধানের পর নিশ্চিত হওয়া যাবে এখানে কি পরিমাণ গ্যাসের মজুদ রয়েছে।আর এ খনন কাজ পরিচালনার জন্য ভারী যন্ত্রপাতি আনা হয়েছে। নির্মাণ করা হয়েছে পাকা সড়ক এবং কালভার্ট।ভূ-গর্ভস্থ গ্যাস উত্তোলন হবে এমন প্রত্যাশায় নতুন স্বপ্ন দেখছেন এলাকার মানুষ। তাই তাদের বসত ভিটা এবং ফসলী জমি হারালেও তাদের মনে নেই কোন দুঃখ।

এ ব্যাপারে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান বলেন, সঠিক ভাবে এখান থেকে গ্যাস উত্তোলন করতে পারলে ঘুচে যাবে এ অঞ্চলের মানুষের দুঃক্ষ দুর্দশা। খুলে যাবে অর্থনীতির নতুন দুয়ার।

শেয়ার করুন

আরো দেখুন......