বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩০ অপরাহ্ন
বাবুল হোসেন বাবলা:- ২৮সেপ্ট,চট্টগ্রাম মহাসড়কের পটিয়াস্থ (আমজুরহাট )ফুলকলির সামনে বালু বাহি ট্রাক চাপায় ১ জন নিহত, অপরজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে পটিয়া থানা সূত্রে জানা গেছে।২৮সেপ্টেম্বর
বুধবার দুপুর ২টা৩০ মিনেটর সময় একটি বালু বোজাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ১ জন নিহত আরেকজন জন গুরুতর আহত।
তাকে আংশকাজনক চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের প্রেরণ করা হয়েছে।
পটিয়া ফায়ার সার্ভিস বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে লাশ উদ্ধার করে। এবং অন্য জনকে হাসপাতালে প্রেরণ করেন।