শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৫ অপরাহ্ন
রিপোর্টঃ মোঃ ওবায়েদুর রহমান সাইদ শরীয়তপুর প্রতিনিধি। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শরীয়তপুুর -নড়িয়ায় উপজেলা মোক্তারেরচর দেশীয় অস্ত্র দিয়ে আজিজ ওরফে মতু মুন্সি (৩০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) নড়িয়া উপজেলা মোক্তারেরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই ইউনিয়নের মৃধা কান্দি গ্রামের করিম মুন্সির ছেলে।নিহতের স্বজন ও স্থানীয়রা জানা যায়, বেলা সাড়ে ১০ টার দিকে প্রতিপক্ষ ইকবাল মৃধা, বাদল মৃধা, বিল্লাল মৃধা ও মোকলেছ মৃধাসহ ১২ থেকে ১৪ জন মিলে বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্র নিয়ে আজিজ মতু মুন্সী ওপর হামলা চালায়। এ সময় আজিজ (মতু মুন্সী) মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ১টার দিকে মারা যান তিনি।নিহতের বোন বকুল আক্তার জানায়, মোক্তারের চর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য টিপু মৃধা ও তার সহযোগি সাজু, মোকলেছ, বাদল, জুয়েলরা গত ২৩ আগস্ট রাতে মতুদের জমি দখল করে ঘর নির্মাণ করে। কোন বাঁধা না মানায় মতু ও তার অন্যান্য ভাইয়েরা থানায় মামলা করে। আসামীরা আদালত থেকে জামিনে এসে মতু ও তার পরিবারের সদস্যদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বুধবার ২৮সেপ্টেম্বর সকালে মতু বাড়িতে এসে গরুর জন্য খাবার আনতে গেলে সেখান থেকে আসামীরা ধাওয়া করে। মতু দৌড়ে ঘরে এসে আশ্রয় নিলে টিপু মৃধার হুকুমে অন্যান্য আসামীরা বেড়া ভেঙ্গে ঘরে ঢুকে মতুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।নড়িয়া থানার তদন্তকারী কর্মকর্তা আবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে আছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।