রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন
তুফান চাকমা, রাঙামাটিঃ- রূপের রাণী খ্যাত রাঙামাটি পার্বত্য জেলার নবাগত পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার) সাথে স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন “প্রিয় রাঙামাটি” একাংশ নেতৃবৃন্ধ সৌজন্য সাক্ষাৎ করেন।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা স্বারক প্রদান কালে উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহমুদা বেগম।
এসময় সংগঠনের পক্ষ হতে উপস্থিত ছিলেন, উপদেষ্টা ইকবাল আহমেদ তালুকদার, প্রতিষ্ঠাতা ফাতেমা তুজ জোহরা, সহ-সভাপতি শাহাদাত হোসেন সিকদার, সাধারণ সম্পাদক সোহেল চাকমা, প্রচার সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা বিষয়ক সম্পাদক মায়েচিং মারমা, শিক্ষা বিষয়ক সম্পাদক ইসহাক আহমেদ তালুকদার, ছাত্র বিষয়ক সম্পাদক প্রীতম রয়, সদস্য আব্দুল আল জিহাদ, সদস্য স্বাধীন, খালেদ সাইফুল্লাহ, তামজিদা তাবাসসুম প্রমুখ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ফাতেমা তুজ জোহরা বলেন, পুলিশ সুপার মহোদয় যথেষ্ট আন্তরিক এবং তিনি আন্তরিকতার সহিত আমাদের সাথে সামনে কিছু কাজ করার জন্য পরামর্শ দিয়েছেন এবং উনার সর্বোচ্চ সহযোগীতা থাকবে বলে আশ্বাস দিয়েছেন।