সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন
মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা,
খুলনা নগরীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার বেলা ১১ টার দিকে গোয়ালখালী বিডিআর ক্যাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আরোহীর নাম খিরোদ সাহা। তিনি ৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলীর ম্যানেজার।
এলাকাবাসি সূ্ত্রে জানা গেছে, খিরোদ সাহা বেলা ১১ টার দিকে নতুন রাস্তা পার হয়ে মোটরসাইকেলযোগে গোয়ালখালী বিডিআর ক্যাম্পের পাশে ইজিবাইকের ধাক্কায় রাস্তার ওপর পড়ে যান। এ সময় তিনি মাথায় গুরুতর আঘাত পান। পথচারীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়। পরবর্তীতে মাথায় সিটিস্ক্যান করার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
সন্ধ্যায় নিহতের মরদেহ আফিলগেট পালপাড়ায় নেওয়া হলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণা হয়।
রাতেই নিহতের মরদেহ গ্রামের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় নেওয়া হয়েছে।