রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন
মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা,খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে।
রোববার গভীর রাতে যশোর জেলার বাঘারপাড়া থানা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। সে ডুমুরিয়া উপজেলার কাটেংগা গ্রামের আব্দুল আজিজ সরদারের ছেলে আমির আলী সরদার।
ডুমুরিয়া থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সরদার রমজান আলী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে তার নেতৃত্বে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামি আমির আলী সরদারকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।