শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৭ অপরাহ্ন
আব্দুল্লাহ আল লোমান, জামালপুর জেলা প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপের অনুকূলে আর্থিক সহায়তায় চেক,কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুল কাদের শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ জামাল আব্দুল নাসের চৌধুরী,ইসলামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মজিবর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ইসলামপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী অংকন কর্মকারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু অমূল্য রতন, ইসলামপুর হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু নারায়ণ চন্দ্র কর্মকার,সাধারণ সম্পাদক তাপস চন্দ্র সেন সহ আরও অনেকেই।
জানা যায়, এ উপজেলায় ২০টি পূজা মন্ডপ রয়েছে। প্রতি মন্ডপে ২০হাজার টাকার চেক,৩শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও কাপড় বিতরণ করা হয়।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী প্রায় ৩শ দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।