শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার, ফুলতলা, খুলনা :- শারদীয় দূর্গোৎসব – ২০২২ উপলক্ষে খুলনার ফুলতলা উপজেলা প্রশাসন এক প্রস্তুতি সভার আয়োজন করেন।
উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সন্মানিত চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন।অনুষ্ঠান পরিচালনা করেন ফুলতলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার,ভাইস চেয়ারম্যান জিয়া হাসান তুহিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, ফুলতলা থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার, দামোদর ইউনিয়ন চেয়ারম্যান শরিফ মোহাম্মদ শিপলু ভূঁইয়া,জামিরা ইউনিয়ন চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, ফুলতলা ইউনিয়ন চেয়ারম্যান শেখ আবুল বাশার, ফুলতলা বাজার বণিক সমিতির সভাপতি রবিন বসু, ফুলতলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অজয় নন্দী গৌর হরি দাস, প্রফুল্য চক্রবর্তি,বিকাশ চন্দ্র রায়,বিশ্ব নাথ মন্ডল সাগর গোলদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সভায় আলোচকেরা পূজা উদযাপন নিয়ে সব ধরনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।