সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন
মোঃ মুরাদ হোসেন, যশোর জেলা প্রতিনিধি,দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকা।
যশোরের অভয়নগরে ৩০ বাল্যবিবাহ পড়ানো ভূয়া কাজী মতিয়ার রহমান (৪০) নামে এক ব্যাক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত ১৯ শে সেপ্টেম্বর সোমবার রাতে অভিযান চালিয়ে ভাংগাগেট এরিয়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।সাজাপ্রাপ্ত মতিয়ার রহমান ধোপাদি গ্রামের সোহরাব হোসেনের ছেলে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক থান্দার কামরুজ্জামান বলেন..বাল্য বিবাহ হচ্ছে এই সংবাদের ভিত্তিতে সোমবার আনুমানিক রাত ৮টার দিকে ভাংগেট এলাকায় মতিয়ার নামে এক ভূয়া কাজীকে স্টাম্প ও বিবাহ সম্পাদনের নকল ফরম সহ গ্রেফতার করা হয়।পরে বাল্যবিবাহ নিরোধ আইনে ভূয়া কাগজপত্র তৈরি এবংবাল্য বিয়ে দেওয়ার অপরাধে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।ইতিপূর্বে ভূয়া কাগজপত্র দিয়ে ৩০টা বাল্যবিয়ে করানোর কথা স্বীকার করেন মতিয়ার রহমান।