শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৩ পূর্বাহ্ন
ক্রাইম রিপোর্টার(চট্রগ্রাম বিভাগ):-জোরারগঞ্জ থানার ওসি জানান, সন্ধ্যা সাতটার সময় আকাশ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তার উপরে হামলা চালায়। তাকে কুপিয়ে গুরুতর আহত করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ওসি জানান, নিহত আকাশ ১১ মামলার আসামি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন জানান, গুরুতর আহত অবস্থায় আকাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। আকাশের মাথায় ও হাতে বেশ কয়েকটি কোপের দাগ রয়েছে। নিহত আকাশ হিঙ্গলি ইউনিয়নের মোহাম্মদ নুরুল ইসলামের পুত্র বলে জানা যায়। জোরারগঞ্জ থানার ওসি দুর্বৃত্তদেরকে আটকের চেষ্টা চলছে বলে জানান।