বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৫:২৯ অপরাহ্ন
মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা, ২১শে সেপ্টেম্বর/২০২২ খ্রিঃ বুধবার আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২২ নির্বিঘ্নে পালনের লক্ষ্যে পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে জনাব মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম, পুলিশ সুপার, খুলনা- এর সভাপতিত্বে খুলনা জেলা পর্যায়ের এবং উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের মতামত প্রদান করেন।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন; সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আমাদের দেশে শারদীয় দুর্গাপূজা উৎসব পালিত হয়ে থাকে। খুলনা জেলাতে বিগত সময়ের মত এ বছরও শান্তিপূর্ণ ও আনন্দমূখর পরিবেশে পূজা উদযান করার জন্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় খুলনা জেলা পুলিশ তৎপর রয়েছে।
উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেনে এবং সকল পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা, পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর লাইট এর ব্যবস্থা রাখার নির্দেশ প্রদান করেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব সুশান্ত সরকার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); জনাব তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক); খুলনা সহ জেলা পর্যায়ের এবং উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।