1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অস্ত্র হাতে নিয়ে নাশকতা সৃষ্টিকারী, চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী,মাদক সম্রাট, গ্যাং লিডার,যুবলীগ কর্মী,কিলার ফয়সাল গ্রেপ্তার। পতেঙ্গা থানায় হামলা,ভাংচুর ও সী বীচে চাঁদাবাজীর অভিযোগে মাসুদ করিম গ্রেপ্তার। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় আসামি লক্ষ্মীপুর সদর উপজেলা যুবলীগের আহবায়ক ও কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রাশেদ গ্রেফতার। বটিয়াঘাটা সরস্বতী মাধ্যমিক বিদ্যাপীঠে সিরাতুন্নবী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবগঞ্জে স্কুল মাঠে গরু ছাগলের হাট ডিবির অভিযানে তালতলীতে ১৮০ ইয়াবা সহ আটক ১ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ রথিন বিশ্বাসের পরিবারের পাশে গোপালগঞ্জ জেলা প্রশাসক কোটালীপাড়ায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় র‍্যাব-৭ ও র‍্যাব-১১ এর যৌথ আভিযানে ০৪ আগস্ট ২০২৪ খ্রি. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরতদের উপর গুলিবর্ষণের মাধ্যমে হত্যা চেষ্টা মামলার আসামি সুলাইমান বাদশা আটক। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারীকে জীবিত উদ্ধার এবং অপহরণের মূলহোতা ও অটোরিক্সা জব্দ সহ অপহরণকারী গ্রেফতার-০৭

অভয়নগর নওয়াপাড়া নৌ-বন্দরে লাইটার থেকে চুরি যাওয়া ১২০ টন সারের মধ্যে ৭৯ টন সার উদ্ধার, গ্রেফতার- ৯

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৩ জন দেখেছেন

মোঃ তৌহিদুল ইসলাম রকি,অভয়নগর(যশোর) প্রতিনিধি:- যশোর অভয়নগরের প্রাণকেন্দ্র শিল্প ও বন্দরনগরী নোয়াপাড়া বাজারের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আফিল ট্রেড ইন্টারন্যাশনাল কর্তৃক চায়না থেকে আমদানীকৃত সরকার অনুমোদিত (৬০০+৭০০) = ১৩০০ মেট্রিকটন ডিএপি স্যার ২টি লাইটার যোগে মোংলা বন্দর থেকে যশোর নওয়াপাড়া নৌ-বন্দরে আসার পথে ১০/০৯/২০২২ইং তারিখ রাত অনুমান ০১:০০-০২:০০ ঘটিকার সময় নৌ-বন্দরের আগে পৃথক ২টি জায়গায় লাইটার নোংগর করে লাইটারের মাস্টার,স্কটদের সহযোগীতায় অজ্ঞাতনামা চোর চক্র (২০+১০০)= ১২০ টন সার চুরি নিয়ে যায়।

এ সংক্রান্তে অভয়নগর থানায় মামলা রুজু হয়। যাহা অভয়নগর থানার মামলা নং- ১৬, তাং- ১৪/০৯/২০২২ইং ধারা-৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড রুজু হয়।

 

যশোর জেলা পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম (বার), পিপিএম মহোদয়ের নির্দেশে ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম এর নেতৃত্বে এসআই মফিজুল ইসলাম, পিপিএম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হোসেনদের সমন্বয়ে একটি টিম ঘটনার তদন্তে নেমে ইং ১৯ ও ২০ সেপ্টেম্বর ২০২২ তারিখ যশোরের শিল্প ও বন্দরনগরী নওয়াপাড়া,বাগেরহাট, পিরোজপুর, গোপালগঞ্জ, ঝিনাইদহ শেখপাড়া এলাকায় অভিযান করে ৭জন আসামীকে গ্রেফতার ও তাদের স্বীকারোক্তি মতে ১৫৬৬ বস্তা ৭৯ টন ডিএপি সার, যার সরকারী আমদানী মূল্য ৭৯,৭৮,১০০/- ( ঊনআশি লক্ষ আটাত্তর হাজার একশত) টাকা উদ্ধার করতে সক্ষম হয়।

 

ইতোপূর্বে ঘটনায় জড়িত আরো ২ সদস্যকে গ্রেফতার করা হয়।

 

এঘটনায় গ্রেফতারকৃত আসামী,

(১) হুমায়ুন কবির (৩৫), পিতা-নবাব আলী গোলদার, সাং-বাহিরঘাট চেঙ্গুটিয়া।

(২) সোহাগ হোসেন (৩০), পিতা- বিল্লাল হোসেন, সাং- নওয়াপাড়া, উভয় থানা-অভয়নগর। জেলা-যশোর।

(৩) অনিমেষ শিকদার (৩৫), পিতা- ওমল শিকদার, সাং-তারাবুনিয়া, থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠি, এ/পি-জনৈক মঈন হোসেন এর বাড়ীর ভাড়াটিয়া, সাং-মাছিমপুর, থানা ও জেলা-পিরোজপুর।

(৪) ভূপাল সরকার(২৭), পিতা-সুদান্ন সরকার, সাং-কলমিগুনিয়া, থানা- পাইকগাছা, জেলা- খুলনা।

(৫) ফয়সাল মোরশেদ সজীব(৩০), পিতা- মোশারফ হোসেন, সাং-পশ্চিম শিকারপুর।

(৬) লিখন সরকার(৩৯), পিতামৃত- বিমল সরকার, সাং-ঝাটকাঠি।

(৭) আক্কাছ আলী শিকদার (৪২), পিতামৃত- মোবারক আলী শিকদার, সাং-কুমিরমারা, সর্বথানা ও জেলা- পিরোজপুর।

শেয়ার করুন

আরো দেখুন......